Advertisement
Advertisement
ISI Spy Arrested in Delhi

রাজধানীতে বড়সড় নাশকতার ছক! হামলা রুখল দিল্লি পুলিশ, গ্রেপ্তার ২ আইএসআই এজেন্ট

সূত্রের খবর, আইএসআইয়ের প্রত্যক্ষ মদতে দিল্লিতে হামলার ছক কষেছিল জঙ্গিরা।

ISI Spy Arrested in Delhi: Terror Plot Foiled After Pahalgam Attack
Published by: Subhodeep Mullick
  • Posted:May 22, 2025 2:45 pm
  • Updated:May 22, 2025 3:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর জঙ্গিদের নজরে ছিল দেশের রাজধানী! গোপন সূত্রে খবর পেয়ে দিল্লিতে বড়সড় হামলার ছক বানচাল করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুই আইএসআই এজেন্টকেও (ISI Spy Arrested in Delhi)। তারা আনসারুল মিয়ান আনসারি এবং আখলাখ আজম।

সূত্রের খবর, কাশ্মীরের আগে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রত্যক্ষ মদতে দিল্লিতে হামলার ছক কষেছিল জঙ্গিরা। কিন্তু কোনও কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তবে পহেলগাঁও হামলার পর ভারতকে ফের একবার রক্তাক্ত করতে বদ্ধপরিকর ছিল পাক গুপ্তচর সংস্থা। কিন্তু এদেশের গোয়ান্দাদের হাতে সেই খবর চলে আসতেই পাকিস্তানের শয়তানির চেষ্টা ফের একবার ব্যর্থ করল ভারত।

গোয়েন্দাদের একটি সূত্রের খবর, বেশ কয়েকমাস আগে নেপালের বাসিন্দা আনসারুল দিল্লিতে আসে। ভারতে তার প্রধান কাজ ছিল সেনাবাহিনীর বিভিন্ন গোপন তথ্য জোগাড় করে আইএসআইয়ের হাতে তুলে দেওয়া। সম্প্রতি সেই খবর জানতে পারেন তদন্তকারীরা। তারপরই আনসারুলের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে দিল্লি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আনসারুলকে জেরা করেই আখলাখের ব্যাপারে জানতে পারেন তদন্তকারীরা। এরপরই রাঁচি থেকে গ্রেপ্তার হয় আখলাখ। সূত্রের খবর, আখলাখই সেনাবাহিনীর গোপন তথ্য আনসারুলকে পাচার করত। অন্যদিকে, আনসারুল সেই তথ্য তুলে দিত আইএসআইয়ের হাতে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে গোয়েন্দারা।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাঞ্জাবে আইএসআই মদতপুষ্ট বড় একটি জঙ্গিচক্রের হদিশ মিলেছে। জানা গিয়েছে, ভারতে সন্ত্রাসী কার্যকলাপের জন্য বাব্বর খালসা ইন্টারন্যাশনাল নামে ওই নিষিদ্ধ সংগঠনকে কাজে লাগানো হচ্ছে। যার নেতৃত্বে রয়েছে পাক জঙ্গি হরবিন্দর সিং রিন্ডা। সংগঠনটির সঙ্গে যুক্ত মোট ছ’জন সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement