Advertisement
Advertisement
Devendra Fadnavis

খোদ ফড়ণবিসের শপথগ্রহণ অনুষ্ঠানে চুরি ১২ লক্ষ টাকার জিনিস! হইচই মুম্বইয়ে

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Items worth 12 lac stolen from Devendra Fadnavis oath ceremony
Published by: Anwesha Adhikary
  • Posted:December 8, 2024 4:43 pm
  • Updated:December 8, 2024 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানেই বড়সড় চুরি! দেবেন্দ্র ফড়ণবিসের শপথ অনুষ্ঠানে ১২ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে জানা গিয়েছে। সোনার চেন থেকে শুরু করে মোবাইল- চুরি যাওয়ার তালিকায় রয়েছে বহু জিনিস। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র। সেখানে উপস্থিত ছিলেন একঝাঁক তারকাও।

বৃহস্পতিবার সন্ধেয় আজাদ ময়দানে দেবেন্দ্রর শপথগ্রহণ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি শাহরুখ, সলমন-সহ রণবীর কাপুর, রণবীর সিং-সহ আরও অনেকে ছিলেন আজাদ ময়দানের অনুষ্ঠানে। ভিকি কৌশল, সঞ্জয় দত্ত, খুশি কাপুর, অর্জুন কাপুররা উপস্থিত হয়েছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে মহামুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। মুকেশ আম্বানি, শচীন তেণ্ডুলকররাও হাজির ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে।

Advertisement

সেই অনুষ্ঠান থেকেই চুরি গিয়েছে ১২ লক্ষ ৪০ হাজার টাকার জিনিস। আজাদ ময়দান পুলিশ সূত্রে খবর, সোনার চেন, মোবাইল, মানিব্যাগের মতো বহু জিনিস খোওয়া গিয়েছে শপথগ্রহণ অনুষ্ঠান থেকে। অনেকগুলো অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাজারখানেক অতিথি আমন্ত্রিত ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে ৪ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তা সত্ত্বেও বহু জিনিস চুরি হয়েছে অনুষ্ঠান থেকে।

আজাদ ময়দানের এক পুলিশ আধিকারি বলেন, যথেষ্ট নিরাপত্তা থাকা সত্ত্বেও ২ নম্বর গেটে সুযোগ বুঝে হাতসাফাই করেছে চোরের দল। কারণ ওই জায়গায় প্রবল ভিড় ছিল। আপাতত জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে, এমন হাইপ্রোফাইল অতিথির ভিড়ে ঠাসা অনুষ্ঠানে কী করে হাতসাফাই করল চোরেরা? প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসলেন দেবেন্দ্র ফড়ণবিস। উপমুখ্যমন্ত্রী পদেএনসিপির অজিত পওয়ার এবং শিব সেনার একনাথ শিণ্ডে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement