Advertisement
Advertisement
ITR Filing

আয়কর রিটার্ন জমা করার সময়সীমা বাড়বে? মুখ খুলল কেন্দ্র

এ বছর রেকর্ড আয়কর রিটার্নের আশায় কেন্দ্র। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৬ জুলাই পর্যন্ত ৫ কোটির বেশি করদাতা আয়কর রিটার্ন ফাইল করে ফেলেছেন।

ITR Filing deadline to be extended beyond July 31? here is what government says

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:July 30, 2024 4:17 pm
  • Updated:July 30, 2024 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র একটা দিন। এর মধ্যেই জমা করতে হবে আয়কর রিটার্ন (IT Return)। সময়সীমা বাড়ার কোনও সম্ভাবনা নেই। জানিয়ে দিল কেন্দ্রীয় আয়কর বিভাগ। সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন জমা না করালে জরিমানা দিতে হবে বলেও জানিয়ে দিয়েছে আয়কর বিভাগ।

আয়কর বিভাগ (Income Tax Dept) আগেই জানিয়ে দিয়েছিল, ২০২৩-২৪ অর্থবর্ষে আইটি রিটার্ন ফাইল করার সময়সীমা ৩১ জুলাই। কিন্তু গত কয়েকদিন ধরে জল্পনা শোনা যাচ্ছিল, ওই সময়সীমা নাকি বাড়ানো হতে পারে। জল্পনা গতি পায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠনের একটি বৈঠকে। চাটার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠন চিঠি লিখে আয়কর বিভাগকে সময়সীমা বাড়াতে অনুরোধও করেছিল।

Advertisement

[আরও পড়ুন: ওয়ানড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩, উদ্ধারকাজে নামল নৌসেনা ও বায়ুসেনা

আসলে গত কয়েক দিন ধরেই আয়কর বিভাগের পোর্টালের কাজে সমস্যা হচ্ছে। অনেক সময় পোর্টাল কাজ করছে না। ওটিপি জেনারেট করতে সমস্যা হচ্ছে। ফলে আয়কর রিটার্ন ফাইল করতে সমস্যা হচ্ছে করদাতাদের। সেকারণেই সরকারের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল CA-দের সংগঠন। কিন্তু কেন্দ্র সেই আবেদনে সাড়া দেয়নি। আয়কর বিভাগ জানিয়ে দিল, ৩১ জুলাইয়ের মধ্যেই আয়কর জমা দিতে হবে।

[আরও পড়ুন: ‘কবচ’ কোথায়? পর পর রেল দুর্ঘটনায় মমতার সুরেই সরব ইন্ডিয়া জোট

উল্লেখ্য, এ বছর রেকর্ড আয়কর রিটার্নের আশায় কেন্দ্র। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৬ জুলাই পর্যন্ত ৫ কোটির বেশি করদাতা আয়কর রিটার্ন ফাইল করে ফেলেছেন। শেষ কয়েকদিনে সেটা আরও অনেকটাই বাড়তে পারে। কেন্দ্রের তরফে এই সৎ করদাতাদের ধন্যবাদও জানিয়েছে সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement