Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

ফলের রসে মূত্র মিশিয়ে বিক্রি! বমাল গ্রেপ্তার দোকানের মালিক

দোকান থেকে প্লাস্টিকের জার ভর্তি মূত্র উদ্ধার করেছে পুলিশ।

Juice vendor, juvenile held for mixing urine in customer's drinks in Uttar Pradesh

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 14, 2024 10:20 am
  • Updated:September 14, 2024 12:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা বাজারে ফলের রসের দোকান। ভীড়ও হয় রীতিমতো। দোকানে থেকে রস খাওয়ার পরই সন্দেহ হয় গ্রাহকের একাংশের। অভিযোগ তোলা হয় ফলের রসে মানুষের মূত্র মিশিয়ে বিক্রি করছেন মালিক। দোকানের ভিতর থেকে ইউরিন ভরা প্লাস্টিকের জারও পেয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে।দোকানের মালিককে গ্রেপ্তার ও তাঁর নাবালক ছেলেকে আটক করেছে স্থানীয় থানার পুলিশ।

দোকানটি থেকে রস খাওয়ার পর অনেকেই সন্দেহ প্রকাশ করেন। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। সেই অনুসারে দোকানে তল্লাশি চালায় থানার আধিকারিকেরা। তাতেই তাঁদের চক্ষু চড়ক গাছ! দোকানের ভিতর একটি মূত্র ভর্তি প্লাস্টিকের জার উদ্ধার করে পুলিশ। তখনই দোকান মালিককে গ্রেপ্তার করা হয়। আটক করা হয় নাবালক ছেলেকে।

Advertisement

দোকান মালিককে থানায় এনিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলেও কেন তিনি মূত্র সংগ্রহ করেছিলেন তার স্পষ্ট উত্তর দিতে পারেননি। এসিপি অঙ্কুর ভাস্কর জানিয়েছেন, ‘ধৃত দোকান মালিকের নাম আমির। সঙ্গে তাঁর নাবালক ছেলে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement