Advertisement
Advertisement
Justice Varma impeachment

মিলেছে দুর্নীতির প্রমাণ! নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি বর্মাকে সরাতে তৃণমূলের সাহায্য চায় কেন্দ্র

স্বাধীন ভারতে এর আগে কোনও হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিকে ইমপিচ করা হয়নি।

Justice Varma impeachment: Government reaches out to political parties
Published by: Subhajit Mandal
  • Posted:June 22, 2025 1:42 pm
  • Updated:June 22, 2025 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার ইমপিচমেন্টের জন্য তৃণমূলের সাহায্য চাইছে কেন্দ্র। এক সংবাদমাধ্যমের দাবি, বিচারপতির অপসারণে রাজ্যের শাসকদলের সাহায্য চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে পারেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

Advertisement

আসলে বিচারপতি বর্মার অপসারণ চেয়ে বেশ কিছুদিন ধরেই সচেষ্ট কেন্দ্র। এমনিতেই কলেজিয়াম সিস্টেম নিয়ে দীর্ঘদিন ধরে বিচারব্যবস্থাকে কাঠগড়ায় তুলে আসছে কেন্দ্র। সুযোগ বুঝে কলেজিয়াম সিস্টেমের ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে মোদি সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বেশ কিছুদিন আগেই জানিয়েছেন, বিচারপতি বর্মাকে সরাতে সব দল মিলিয়ে ঐক্যবদ্ধ প্রস্তাব আনতে চায় সরকার। সেই লক্ষ্যে সব দলের নেতাদের সঙ্গেই কথা বলছেন তিনি। এক সংবাদমাধ্যমের দাবি, রিজিজু ইমপিচমেন্ট প্রক্রিয়ায় সাহায্য চেয়ে মমতাকেও ফোন করতে পারেন।

বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে নগদ উদ্ধার কাণ্ডে সুপ্রিম কোর্টের ইন হাউস কমিটির তদন্ত রিপোর্ট প্রকাশ্যে চলে এসেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিচারপতি বর্মার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেয়েছে ওই তদন্ত কমিটি। সেই প্রমাণের ভিত্তিতেই ওই তদন্ত কমিটি বিচারপতি বর্মার অপসারণের সুপারিশ করতে চলেছে বলে সূত্রের খবর। ওই রিপোর্ট শীর্ষ আদালতে জমা পড়ার পরই ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হবে।

তাৎপর্যপূর্ণভাবে স্বাধীন ভারতে এর আগে কোনও হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিকে ইমপিচ করা হয়নি। তবে এর আগে জনা পাঁচেক বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তাঁরা কেউই অপসারিত হননি। বিচারপতি বর্মা অপসারিত হলে তিনিই প্রথম বিচারপতি হিসাবে ইমপিচমেন্টের শিকার হবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement