Advertisement
Advertisement
Karnataka

পদপিষ্ট কাণ্ড থেকে শিক্ষা! ভিড় নিয়ন্ত্রণে কঠোর আইন আনতে চলছে কর্নাটক সরকার

আইন না মানলে তিন বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হতে পারে।

Karnataka's Crowd Management Bill After Bengaluru Stampede
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 19, 2025 8:01 pm
  • Updated:June 19, 2025 8:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদপিষ্ট কাণ্ড থেকে শিক্ষা! ভিড় নিয়ন্ত্রণ সংক্রান্ত কঠোর আইন আনতে চলেছে কর্নাটক সরকার। ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় এই বিলের একটি প্রস্তাবনা পেশ করেছে কর্নাটক সরকার। বৃহস্পতিবার সে রাজ্যের আইন ও সংসদ বিষয়কমন্ত্রী এইচ কে পাটিল জানান, মন্ত্রীসভার পরবর্তী বৈঠকে এনিয়ে বিশদে আলোচনা করা হতে পারে।

Advertisement

ওই বিল অনুযায়ী, কোনও ইভেন্ট আয়োজন করার আগে প্রশাসনের কাছে অনুমতি নিতে হবে। তাছাড়া ভিড় নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্ত ব্যবস্থা করতে হবে। তারপেরও যদি কোনও দুর্ঘটনা ঘটে তাহলে সেই আয়োজক সংস্থার বিরুদ্ধে আইনি অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। এমনকী সেই আয়োজন সংস্থার বিরুদ্ধে কর্তাদের তিন বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হতে পারে। জানা গিয়েছে, নয়া বিলে রাজনৈতিক ইভেন্ট, ফুলবল, ক্রিকেট ম্যাচের আয়োজন সংক্রান্ত বিষয়গুলিকে রাখা হলেও, ধর্মীয় অনুষ্ঠানগুলিকে এই বিলের আওতায় নাও রাখা হতে পারে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয় ১১ জন আরসিবি সমর্থকের। আহত হন ৫৩ জন। এই ঘটনার পর ভিড় নিয়ন্ত্রণে সঠিক ব্যবস্থা না থাকার কারণে এমন ঘটনা ঘটে। এরপরেই ভিড় নিয়ন্ত্রণে কঠোর আইন আনতে চাইছে কর্নাটক সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement