Advertisement
Advertisement

Breaking News

বুখারি হত্যার নজিরবিহীন প্রতিবাদে কাশ্মীরি সংবাদমাধ্যম

উপত্যকায় বনধ পালন বিচ্ছিন্নতাবাদীদের।

Kashmir newspapers carry blank editorial to protest Shujaat Bukhari’s murder
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 19, 2018 7:11 pm
  • Updated:June 19, 2018 7:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের সহকর্মী ছিলেন সুজাত বুখারি। তাঁর হত্যাকে কোনও ভাবেই মেনে নিতে পারছেন না একসঙ্গে কাজ করা উপত্যকার অন্যান্য সংবাদিকরা। কোনও অবস্থাতেই সুজাতর হত্যাকাণ্ডকে ধামাচাপা পড়তে দিতে চান না তাঁরা। কঠোর শাস্তি হোক অপরাধীর। সুজাতর স্বপ্ন সত্যি করে উপত্যকায় নেমে আসুক শান্তির বাতাবরণ। যতদিন না হচ্ছে, উপত্যকায় জারি থাকবে সাংবাদিকদের প্রতিবাদ। আর এই প্রতিবাদের ভাষা হিসাবেই জম্মু-কাশ্মীরের সমস্ত সংবাদপত্র গোষ্ঠী ‘সাদা’ রাখল তাঁদের সম্পাদকীয় পেজ। গত দশ বছরে যা নজির।

[আর্থিক তছরূপের জন্য আরসিবিকে ব্যবহার করেছিল মালিয়া, চার্জশিটে জানাল ইডি]

Advertisement

চলতি মাসের ১৪ তারিখ, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল ‘রাইজিং কাশ্মীর’ সংবাদপত্রের সম্পাদক সুজাত বুখারি ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর দেহ৷ পবিত্র রমজান মাসে খুশির ইদের ঠিক দু’দিন আগের এই ঘটনা নাড়িয়ে দিয়েছে কাশ্মীর-সহ গোটা দেশের মানুষকে৷ হত্যার পিছনে উঠে এসেছে জঙ্গি সংগঠন হিজবুল ও লস্করের নাম৷ এরপরেই জঙ্গি দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছে কেন্দ্র৷ আর কোনও আপস না করে কাশ্মীরে আবার জঙ্গি দমন অভিযান শুরু করেছে সেনা৷ গত কয়েকদিনে খতম করা হয়েছে আত্মগোপন করে থাকা বেশ কয়েকজন জঙ্গিকে৷ এমনকি জম্মু-কাশ্মীরের পিডিপি সরকারের উপর থেকেও সমর্থন তুলে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার৷

Advertisement

[‘প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই’, জন্মদিনে বিজেপি নেতার ‘উপহার’ রাহুলকে]

এই পরিস্থিতিতে কাশ্মীরে গণতন্ত্র ফেরাতে সরব হয়েছে দি এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া ও উপত্যকার বুকে প্রকাশিত হওয়া সমস্ত সংবাদপত্রগুলি৷ ইদের ছুটির পর মঙ্গলবারই প্রকাশিত সমস্ত সংবাদপত্রে সম্পাদকীয় পাতা ‘সাদা’ রেখে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করল প্রত্যেকে৷ বিক্ষোভে সামিল হয়েছে ইংরেজি সংবাদপত্র গ্রেটার কাশ্মীর, কাশ্মীর রিডার, কাশ্মীর অবজার্ভার, রাইজিং কাশ্মীর এবং উর্দু সংবাদপত্র ডেইলি তামলিল ইরশাদ৷ অন্যদিকে, ‘গণতন্ত্র বিপন্ন’ স্লোগান তুলে মঙ্গলবারই উপত্যকায় বনধের ডাক দিয়েছিল বিচ্ছিন্নতাবাদী নেতাদের যৌথ সংগঠন জয়েন্ট রেসিজটেনস লিডারশিপ বা জেআরএল৷ এই বনধে পালনে মুখ্য ভূমিকা নিয়েছে সইদ আলি গিলানি, উমর ফারুক, মহম্মদ ওয়াসিন মালিকের মতো বিচ্ছিন্নতাবাদী নেতারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ