সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতেই শেষ একমাসে উত্ত্যপ্ত রয়েছে জম্মু ও কাশ্মীর। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর ২২ মে ৫৭ বছরের রেকর্ড গরম রইল উপত্যকায়। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগেও ৩০ ডিগ্রির ঘর পার করেছে ভূস্বর্গের তাপমাত্রা। ১৯৬৮ সালে ২৪ মে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ১৯৫৬ সালের ৩১ মে ৩৫ ডিগ্রিতে পৌঁছেছিল উপত্যকার তাপমাত্রা। আর এবার ২০২৫ শের ২২ মে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হল ৩৪. ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের তাপমাত্রা সর্বকালীন রেকর্ড পার করেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০০১ সালের ১৫ মে সর্বোচ্চ ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই এলাকায়। তাপমাত্রা বাড়তেই শিক্ষা দপ্তরের তরফে স্কুলের পঠনপাঠনের সময়ে পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীনগর পুর এলাকার স্কুলগুলি সকাল ৮ টা ৩০ থেকে ২ টো ৩০ পর্যন্ত খোলা থাকবে। পুর এলাকার বাইরের স্কুলগুলিতে সকাল ৯ টা থেকে দুপুর ৩ টে অবধি পঠন পাঠন হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর একমাস পেরিয়ে গেলেও এখনও থমথমে রয়েছে উপত্যকা। পর্যটকরা মুখ ফিরিয়ে নেওয়ায় ধুঁকছে পর্যটন ব্যবসা। এরই মধ্যে ৩০ শের ঘর পার করল উপত্যকার তাপমাত্রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.