Advertisement
Advertisement
Bomb Threat

এবার ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ কোচি থেকে দিল্লিগামী উড়ানের

রানওয়েতেই বিমান থেকে যাত্রীদের বার করে বোমা খুঁজছেন নিরাপত্তারক্ষীরা।

Kochi-Delhi IndiGo Flight Diverted To Nagpur After Bomb Threat
Published by: Kishore Ghosh
  • Posted:June 17, 2025 12:39 pm
  • Updated:June 17, 2025 1:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে ভয়ংকর বিমান দুর্ঘটনার পরদিনই এয়ার ইন্ডিয়ার একটি বোমাতঙ্ক দেখা দিয়েছিল। এবার ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। মঙ্গলবার বিস্ফোরণের হুঁশিয়ারি পাওয়ামাত্র কোচি থেকে দিল্লিগামী উড়ান নাগপুরে জরুরি অবতরণ করল। রানওয়েতেই বিমান থেকে যাত্রীদের বার করে বোমা খুঁজছেন নিরাপত্তারক্ষীরা।

Advertisement

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বোমা বিস্ফোরণে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ওমানের শহর মাসকাট থেকে কোচি হয়ে দিল্লিগামী ৬ই ২৭০৬ উড়ানটিকে। যখন হুমকি ফোন আসে, ততক্ষণ কোচি থেকে টেক অফ করেছে ইন্ডিগোর বিমানটি। এই পরিস্থিতিতে সেটিকে নাগপুরে জরুরি অবতরণ করান পাইলট। দ্রুত সমস্ত যাত্রীকে নামিয়ে বিমানটিকে ফাঁকা করা হয়। তল্লাশি চালালেও বিশেষজ্ঞ নিরাপত্তাকর্মীরা এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাননি।

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার দগদগে ঘা এখনও শুকোয়নি। তার মধ্যেই ফের ভয় ধরাচ্ছে  এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানের বোমাতঙ্ক এবং যান্ত্রিক ত্রুটি। গত রবিবার উত্তরপ্রদেশের হিন্দন বিমানবন্দর থেকে কলকাতাগামী একটি বিমানে গোলোযোগ ধরা পড়ে। শঙ্কিত যাত্রীদের বেশ কিছুক্ষণ রানওয়েতেই অপেক্ষা করেন। শেষ পর্যন্ত অবশ্য সমস্যা মিটিয়ে আকাশপথে নিরাপদে যাত্রা করে বিমানটি। মঙ্গলবার দুটি এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে। বারবার এমন ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement