সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে বিহারে। একইসঙ্গে বেড়েছে আক্রমণ, পালটা আক্রমণের ঝাঁজ। সেই অঙ্কেই এবার নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। শুক্রবার মোদির বিহার সফরে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ছকে তাঁর বার্তা, ‘মিথ্যার ভারী বৃষ্টি হতে চলেছে, সাবধান।’
এদিন এক্স হ্যান্ডেলে মোদির নাম না করে লালু লেখেন, ‘বিহারবাসীর স্বার্থে আবহাওয়ার পূর্বাভাস… আজ বিহারে মিথ্যা, জুমলা ও বিভ্রান্তির ভারী বৃষ্টি হচ্ছে। বজ্রপাতের সঙ্গে মিথ্যা ও প্রলোভনের প্রতিশ্রুতির শিলাবৃষ্টি পড়ছে। ফলে সকলে সাবধানে থাকুন।’ একইসঙ্গে অতীতে বিজেপির ১৫ লক্ষ টাকা, বছরে ২ কোটি চাকরি-সহ নানান মিথ্যা প্রতিশ্রুতির তথ্য তুলে ধরে একটি গানের ভিডিও পোস্ট করেন লালু। যেখানে বিজেপিকে তুলোধোনা করার পাশাপাশি লালুপুত্র তেজস্বী যাদবের প্রশংসা করেছে আরজেডি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ভিডিও এমন একটা সময়ে সামনে এসেছে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের সিওয়ান সফরে রয়েছেন। এবং সেখানে থেকে অতীতের আরজেডি সরকারের ‘জঙ্গলরাজ’-এর কথা স্মরণ করিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন।
बिहार हित में मौसम की चेतावनी- आज बिहार में झूठ, जुमलों और भ्रम की भारी बारिश हो रही है , गरज के साथ झूठे लुभावने वादों के ओले भी पड़ रहे हैं, संभल कर रहे। #Bihar #TejashwiYadav #RJD pic.twitter.com/VrGTcjRN98
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) June 20, 2025
এদিকে লালুর তরফে ভিডিও পোস্ট করার পাশাপাশি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন তেজস্বী যাদব। তিনি বলেন, নীতীশ কুমার সেই সব জায়গা এড়িয়ে চলেন যেখানে খুন-ধর্ষণের মতো ঘটনা ঘটে। উনি শুধু মোদিজির সঙ্গে মঞ্চে যান। এরপর এনডিএকে নিশানা করে বলে, “এনডিএ এখন ‘ন্যাশনাল দুলহা (জামাই) কমিসন’-এ পরিণত হয়েছে। তাঁর কথায় বিহারে এখন জুমলা চলছে। এখানে সরকারি কর্মসূচিতে বিজেপির পতাকা ওড়ে। মোদি সভায় এলে সেখানকার মানুষের খাবারের প্যাকেটের জন্য খরচ হয় ১০০ কোটি। ভিড় বাড়ানোর জন্য ৫০০ টাকা করে দেওয়া হয়। সম্রাট চৌধুরীর ৫ বারের হেলিকপ্টার সফরেরও একটা বড় খরচ রয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.