Advertisement
Advertisement
BJP

জমিবিবাদের জের, হোলির রাতে প্রতিবেশীর গুলিতে মৃত্যু বিজেপি নেতার

প্রকাশ্যে এসেছে ওই মুহূর্তের সিসিটিভি ফুটেজও।

Local BJP leader shot dead in Haryana's Sonipat over land dispute

প্রতীকী ছবি।

Published by: Sulaya Singha
  • Posted:March 15, 2025 10:19 am
  • Updated:March 15, 2025 10:30 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদের জের। হোলির রাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল স্থানীয় বিজেপি নেতার। হরিয়ানার সোনিপতের এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় তীব্র চাঞ্চল্য।

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত বিজেপি নেতা সুরেন্দ্র জওহর মুন্ডলানা মণ্ডল সভাপতির পদে ছিলেন। গতকাল অর্থাৎ শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ জওহর গ্রামে তাঁর উপর গুলি চালানো হয়। প্রতিবেশীর তিনটি গুলির আঘাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন সুরেন্দ্র। পুলিশ আরও জানিয়েছে, ওই গ্রামেই অভিযুক্তর আত্মীয়র নামে একটি জমি কিনেছিলেন সুরেন্দ্র জওহর। এরপর থেকেই ওই জমিতে দখলদারী করতে সুরেন্দ্রকে নিষেধ করে অভিযুক্ত। জমিতে যেন পা না রাখেন সুরেন্দ্র, একাধিকবার এমন হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অবশেষে দোলের দিন ওই জমি পরিষ্কার করে দখল করতে গেলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Advertisement

ইতিমধ্য়েই প্রকাশ্যে এসেছে ওই মুহূর্তের সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে ছুটতে ছুটতে একটি দোকানে ঢুকছেন সুরেন্দ্র। পিছনে হামলাকারী। ‘আমাকে মেরে ফেলল,’  বলে চিৎকার করতে থাকেন বিজেপি নেতা। এরপরই বিজেপি নেতাকে ধরে ফেলে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি নেতার বলে খবর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত গ্রেপ্তারির কোনও খবর নেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement