সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২৪১ জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই বিমানেই ছিলেন নিরালি সুরেশকুমার প্যাটেল। কানাডায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত দন্ত চিকিৎসক। ‘অভিশপ্ত’ উড়ান কেড়েছে তাঁর প্রাণ।
পরিচিতদের স্মৃতিচারণায় ফিরে আসছে ৩২ বছরের নিরালির হাসিখুশি মুখটা। আহমেদাবাদের সরকারি ডেন্টাল কলেজ থেকে স্নাতক হওয়ার পথে নানা বিনামূল্যের ডেন্টাল ক্যাম্পে নিখরচায় পরিষেবা দিতেন তিনি। হাসিখুশি স্বভাবের জন্য সকলের কাছে পরিচিত ছিলেন। এমন এক মানুষের এমন আকস্মিক ও অকালপ্রয়াণ পরিচিতদের শোকাবিষ্ট করে দিচ্ছে।
এদিকে কানাডায় রয়েছেন তাঁর স্বামী ও দুই সন্তান। গুজরাটে পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন নিরালি। কিন্তু কে জানত আর ফেরা হবে না! সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁর স্বামী জানিয়েছেন, তিনি এখন কথা বলার অবস্থাতেই নেই। তবে যত দ্রুত সম্ভব ভারতে আসছেন।
গ্রেটার টরন্টোয় হেরিটেজ ডেন্টাল সেন্টারে প্র্যাকটিস করতেন নিরালি। ক্লিনিকের ওয়েবসাইটে তাঁকে একজন নিবেদিতপ্রাণ এবং কঠোর পরিশ্রমী বলেই বর্ণনা করা হয়েছে। বলতেন, ”আমার কাজ যদি কারও জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে আমার দিনটাই উজ্জ্বল হয়ে ওঠে।” এমন একজন মানুষের প্রয়াণে গুজরাট ও কানাডায় তাঁর পরিচিতরা সকলেই বিষণ্ণ। বিশ্বাসই হচ্ছে না একজন প্রাণবন্ত মানুষের এমন অকালপ্রয়াণ।
বৃহস্পতিবার দুপুরে টেক অফের কিছুক্ষণ পরই বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। এখনও পর্যন্ত ২৬৫ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। ইতিমধ্যেই বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ছিলেন। ছিলেন একমাত্র কানাডিয়ান যাত্রী চিকিৎসক নিরালি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.