Advertisement
Advertisement
Modi

আত্মনির্ভরতার ফাঁকা বুলি নয়! লালকেল্লায় মোদিকে নিরাপত্তা দিল ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্র

লেজার রশ্মি ছুড়ে আধুনিক প্রযুক্তির ড্রোনকে ঘায়েল করতে ওস্তাদ।

Made In India Weapon Scanned for Drones During Modi's Address
Published by: Paramita Paul
  • Posted:August 15, 2020 3:45 pm
  • Updated:August 15, 2020 4:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন কথা, তেমন কাজ। ৭৪ তম স্বাধীনতা দিবসের ভাষণে দেশকে আত্মনির্ভর (Atmonirbhar) করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর এ দিনই তাঁর ভাষণ চলাকালীন আকাশপথের নিরাপত্তার দায়িত্ব সামলালো ‘মেড ইন ইন্ডিয়া’ (Made in India) অ্যান্টি ড্রোন সিস্টেম। পাহারাদার অস্ত্রটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(DRDO)। লেজার রশ্মি ছুড়ে আধুনিক প্রযুক্তির ড্রোনকে ঘায়েল করতে ওস্তাদ এটি।

দেশের প্রতিরক্ষাক্ষেত্রকে আত্মনির্ভর করার ডাক দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। ইতিমধ্যে সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপও করা হয়েছে। এদিন সেই আত্মনির্ভরতারই ফসল দেখল গোটা দেশ। ডিআরডিও জানিয়েছে, আকাশপথে ড্রোনের মাধ্যমে জঙ্গি নাশকতা এড়াতেই এই অ্যান্টি-ড্রোন সিস্টেম (Anti Drone System) তৈরি করা হয়েছে। হাতেকলমে পরীক্ষায় এই ড্রোন তার দক্ষতা প্রমাণও করেছে। প্রসঙ্গত, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অ্যান্টি ড্রোন সিস্টেম প্রজাতন্ত্র দিবসের দিনে পরীক্ষামূলকভাবে মোতায়েন করা হয়েছিল। সেসময় লালকেল্লা ঘুরে নজরদারি চালিয়েছিল এই আনম্যানড এরিয়াল ভেহিকল (UAV)।

Advertisement

[আরও পড়ুন : ‘এয়ারফোর্স ওয়ান’-এর ধাঁচে তৈরি বিশেষ বিমান আনতে আমেরিকায় পাড়ি কেন্দ্রীয় প্রতিনিধি দলের]

এই অ্যান্টি-ড্রোন সিস্টেমটি আকাশপথে ২.৫ কিলোমিটার অবধি লক্ষ্য স্থির করতে পারে। শত্রুপক্ষের ড্রোন আকাশেই চিহ্নিত করে নিমেষে ধ্বংস করতে পারে। এমনকী, আকাশে তিন কিলোমিটার রেঞ্জের মধ্যে মাইক্রো-ড্রোনের কার্যক্ষমতা নষ্ট করে দিতেও পারে। সাম্প্রতিক সময় দেখা গিয়েছে, সন্ত্রাসবাদীদের পছন্দের অস্ত্র হল এই ড্রোন। প্রধানমন্ত্রীর ভাষণে জঙ্গিরা যাতে কোনও বিপত্তি না ঘটাতে পারে, তা দেখার দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছিল এই মেড ইন ইন্ডিয়া অস্ত্রটি। যা দেখে ওয়াকিবহাল মহল বলছে, প্রধানমন্ত্রীর গোটা ভাষণ জুড়ে আত্মনির্ভর ভারত গড়ার বার্তা দিয়েছেন। তা যে স্রেফ কথার কথা নয়, তা এদিন এই অ্যান্টি ড্রোন সিস্টেমের নজরদারি প্রমাণ করে দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন : দেখুক চিন, স্বাধীনতা দিবসে প্যাংগং লেকের পাশে সগর্বে উড়ল তেরঙ্গা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ