Advertisement
Advertisement

Breaking News

খ্রিস্টানদের নিয়ে উসকানিমূলক মন্তব্য, বিতর্কে বিজেপি সাংসদ

কংগ্রেসের আক্রমণে বেকায়দায় গেরুয়া শিবির৷

Maha BJP legislator hurls ‘abuse’ at Christian community
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2018 3:31 pm
  • Updated:July 6, 2018 3:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনও অবদান নেই খ্রিস্টানদের। ঠিক এই ভাষাতেই বিদ্বেষমূলক মন্তব্য করে উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠল মুম্বইয়ের বিজেপি সাংসদ গোপাল শেট্টির বিরুদ্ধে৷ যা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে কংগ্রেস৷ কটাক্ষ করে তাঁদের বক্তব্য, ভারতের ইতিহাস ও পরম্পরা সম্পর্কে গেরুয়া শিবিরের নূন্যতম জ্ঞান নেই৷ উত্তেজনার আঁচ পেয়ে, নিজের বক্তব্যের আসল ব্যাখ্যা দিতে ময়দানে নেমেছেন অভিযুক্ত বিজেপি সাংসদ৷

[রাজ্যপালের কাছে ৪৬ লক্ষ টাকা খরচের হিসাব চাইলেন ওড়িশার মুখ্যমন্ত্রী]

Advertisement

মুম্বইয়ের মালাড এলাকায় ইদ-ই-মিলাদের আয়োজন করেছিল শাহি কবরস্থান কমিটি৷ সেখানেই বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানান হয়েছিল বিজেপি সাংসদ গোপাল শেট্টিকে৷ সেখানেই বক্তব্যে রাখার সময় বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি৷ বলেন, খ্রিস্টানরা আসলে ইংরেজ৷ ফলে ভারতের স্বাধীনতার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই তাঁদের৷ বরং হিন্দু ও মুসলমানরাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা এনেছে৷ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর এই বক্তব্য৷ সুযোগ পেয়ে বিজেপিকে খোঁচা দিতে কোনও কসুর করেনি কংগ্রেস৷ ঘটনার নিন্দা করে মহারাষ্ট্র কংগ্রেস জানিয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্যই এমন উসকানিমূলক মন্তব্য করা হয়েছে৷ পাশাপাশি বিষয়টি নিয়ে আরএসএস-কেও দুষেছে তেলেঙ্গানা কংগ্রেস৷

[সকল ধর্মাবলম্বীর জন্য খুলতে হবে পুরীর মন্দির, রথযাত্রার আগে রায় শীর্ষ আদালতের]

ঘটনায় বিতর্ক তৈরি হতেই টনক নড়ে বিজেপি সাংসদ গোপাল শেট্টির৷ নিজের দোষ ঢাকতে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন তিনি৷ বলেন, তাঁর বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে৷ আসলে তিনি এমন কিছুই বলতে চাননি৷ নিজের বক্তব্য থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে তাঁর সংযোজন, ভারত একটাই দেশ৷ আর দেশের অগ্রগতিতে সকল স্তরের মানুষ একসঙ্গে কাজ করছে৷ সাংসদ যাই বলুক, বিজেপিকে আক্রমণ করতে কোনও কসুর করছে না বিরোধীরা৷ তাঁদের বক্তব্য, এক গোষ্ঠীর কাছে গিয়ে অন্য গোষ্ঠীর সম্পর্কে উসকানিমূলক মন্তব্য করে ভোট ব্যাংকের রাজনীতি করছে গেরুয়া শিবির৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ