Advertisement
Advertisement
Maharashtra Assembly Election

বিজেপি নেতাদের ব্যাগে কি শুধু অন্তর্বাস থাকে? উদ্ধবের ব্যাগে তল্লাশি নিয়ে পালটা বিরোধীদের

চুরির টাকা ধরা পড়ার ভয় পাচ্ছেন উদ্ধব, দাবি বিরোধীদের।

Maharashtra Assembly Election: Slugfest over Uddhav Thackeray bag row
Published by: Subhajit Mandal
  • Posted:November 12, 2024 3:46 pm
  • Updated:November 12, 2024 3:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের ভোটের মুখে বড়সড় বিতর্ক। সূত্রপাত, উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি চালানো নিয়ে। সেই নিয়ে বাদানুবাদ চরমে। শাসক শিবিরের নেতাদের রীতিমতো ‘নিম্নরুচি’র ভাষায় আক্রমণ শানালেন শিব সেনা ইউবিটি নেতা সঞ্জয় রাউত। তাঁর প্রশ্ন, “বিজেপি নেতারা কি ব্যাগে করে শুধু অন্তর্বাস নিয়ে ঘুরছেন?”

সোমবার একপ্রকার আচমকায় উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন শিব সেনা ইউবিটির নেতা উদ্ধব নিজেই। ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্ধব কমিশনের আধিকারিকদের প্রশ্ন করছেন, “আপনারা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা অমিত শাহর ব্যাগেও এইভাবে তল্লাশি চালান?” এই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর বিরোধী শিবিরের অন্য নেতারাও উদ্ধবকে সমর্থন করেন। শরদ পওয়ার বলে দেন, “ওদের হাতে ক্ষমতা আছে, তাই ওরা বিরোধীদের বিব্রত করছে। এ সবের ফল ওদের ভুগতে হবে।”

Advertisement

পালটা আসে বিরোধী শিবির থেকেও। মহাজুটির নেতারা আবার বলা শুরু করেন, “চুরির টাকা ধরা পড়ে যাওয়ার ভয়ে এটা রুটিন প্রক্রিয়া নিয়ে এত কথা বলছেন উদ্ধব।” মঙ্গলবার এর পালটা সুর চড়িয়ে উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত রীতিমতো কুরুচিকর ভাষায় তোপ দাগলেন মহারাষ্ট্রের শাসক শিবিরকে। সঞ্জয় রাউতের বক্তব্য, “কদিন আগেও কোটি কোটি টাকা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এবং উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার বিলি করেছেন। ২৫ কোটি টাকা করে বিলিয়েছেন। নির্বাচন কমিশন কি তখনও তল্লাশি চালিয়েছেন? নাকি বিজেপি নেতারা ব্যাগে করে শুধু অন্তর্বাস বয়ে বেড়ান?”

উল্লেখ্য, ভোটের আগে বড় নেতা বা তারকা প্রচারকদের গাড়ি বা ব্যাগে তল্লাশি চালানো কমিশনের আধিকারিকদের রুটিন কাজের মধ্যে পড়ে। উদ্ধবের ব্যাগে সেই তল্লাশি নিয়েই এখন যত কাণ্ড ঘটছে মহারাষ্ট্রে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement