Advertisement
Advertisement

Breaking News

Maharashtra

‘ছুড়ে ফেলে দিয়েছে বিজেপি’, মুখ্যমন্ত্রীর কুরসি হারানো শিণ্ডেকে খোঁচা উদ্ধব সেনার

সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন কিনা এখনও নিশ্চিত করেননি শিণ্ডে।

Maharashtra: ‘Eknath Shinde will never be CM again’, Sanjay Raut's big claim
Published by: Subhajit Mandal
  • Posted:December 5, 2024 2:26 pm
  • Updated:December 5, 2024 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর বদলে তাঁর নামের পাশে বসতে চলেছে ‘উপমুখ্যমন্ত্রী’ বিশেষণ। একনাথ শিণ্ডের এই ‘ডিমোশন’ নিয়ে প্রত্যাশিতভাবেই খোঁচা দিল শিব সেনার উদ্ধব শিবির। উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতের বক্তব্য, “শিণ্ডেকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে বিজেপি। আর কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না তিনি।”

শিব সেনা উদ্ধব শিবিরের নেতা রাউতের কথায়, “শিণ্ডের যুগ শেষ। আড়াই বছরই মেয়াদ ছিল। ওর প্রয়োজন ফুরিয়েছে। বিজেপি ওকে ছুড়ে ফেলে দেবে। আর কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না শিণ্ডে।” এখানেই শেষ নয়, আগামী দিনে বিজেপি শিণ্ডের দল ভাঙাতে পারেন বলেও ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন রাউত। তাঁর দাবি, “জোটসঙ্গীদের দুর্বলতার সুযোগ নেওয়া বিজেপির পুরনো অভ্যাস। আগামী দিনে শিণ্ডের দলও বিজেপি ভাঙাতে পারে।”

Advertisement

বুধবার দুপুরেই রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়ে এসেছেন মহাজুটির তিন নেতা। বৃহস্পতিবারই একযোগে শপথ নেওয়ার কথা তিন নেতার। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর দেবেন্দ্র ফড়ণবিস একপ্রকার নিশ্চিত করে দেন, এবার একনাথ শিণ্ডের নামের পাশে উপমুখ্যমন্ত্রী বসতে চলেছে। কিন্তু শিণ্ডে শিবির এখনও সেটা নিশ্চিত করেনি। শোনা যাচ্ছে, আদৌ উপমুখ্যমন্ত্রী পদ গ্রহণ করবেন কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নাকি একনাথ শিণ্ডে নেননি।

আসলে আড়াই বছর মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার পর দেবেন্দ্র ফড়ণবিসের অধীনে উপমুখ্যমন্ত্রী হিসাবে কাজ করাটা তাঁর পক্ষে অস্বস্তিকর। তবে ফড়ণবিসের অনুরোধ প্রত্যাখ্যান করাও বেশ কঠিন। এখনও খানিক দোটানায় রয়েছেন শিণ্ডে। দলের বিধায়করা তাঁকে বোঝাচ্ছেন যাতে শেষ পর্যন্ত তিনি উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। শিণ্ডে সেনার বিধায়ক সঞ্জয় সিরাশত শপথের কয়েক ঘণ্টা আগে জানিয়েছেন, “শিণ্ডেজি আমাদের নেতা। আমাদের অনুরোধ নিশ্চয়ই ফেলবেন না তিনি।” বিজেপি সূত্রের খবর, শিণ্ডে শেষপর্যন্ত রাজি না হলে তাঁর সঙ্গে দেখা করতে পারেন অমিত শাহও। এসবের মধ্যেই আবার খোঁচা এল বিরোধী শিবির থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement