প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিঃসন্তান মহিলাকে গর্ভবতী করতে পারলেই মিলবে ১০ লক্ষ টাকা! এমনই বিজ্ঞাপন দিচ্ছিল বিহারের এক সংস্থা। যা দেখে রীতিমত হামলে পড়েন বেশ কয়েকজন যুবক। ফাঁদে পা দিতেই তাঁদের থাকে হাতিয়ে নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা। কিন্তু বেশিদিন এই জালিয়াতি চালাতে পারেনি ওই সংস্থা। তদন্তে নেমে প্রতারণা চক্রের জাল ছিঁড়ল পুলিশ। গ্রেপ্তার ৩।
জানা গিয়েছে, এই ঘটনা বিহারের নাওয়াদা জেলার কাহুয়ারা গ্রামের। সেখান থেকেই প্রথম অভিযোগ আসে পুলিশের কাছে। তদন্তে নামে পুলিশ। খোঁজ মেলে সেই ভুয়ো সংস্থা ‘অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব সার্ভিস’-এর। যারা সোশাল মিডিয়ায় প্রচার করে, নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করতে হবে। এই কাজে সফল হলে মিলবে ১০ লক্ষ টাকা। কিন্তু ব্যর্থ হলেও নিরাশ হবেন না গ্রাহকরা। তাঁদের ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এই প্রলোভনেই অনেকেই পা দিয়ে দেন। আর তাতেই ঘটে বিপদ। কোম্পানিতে রেজিস্ট্রেশনের নামে তাঁদের আধার কার্ড, প্যান কার্ড ও ব্যাঙ্ক ডিটেলস হাতিয়ে নিত প্রতারকরা। তারপর শুরু হত ব্ল্যাকমেলিং। টাকার জন্য ক্রমাগত চাপ দেওয়া হত। কেউ কেউ ভয় পেয়ে মোটা টাকা দিয়েও দিতেন। তাঁদের মধ্যেই একজনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। গ্রেপ্তার করা হয় প্রিন্স রাজ, ভোলা কুমার, রাহুল কুমার নামে তিনজনকে। ধৃতদের কাছ থেকে ৬টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি বিভিন্ন গ্রাহকদের হোয়াটসঅ্যাপ চ্যাট, ছবি ও টাকা লেনদেনের তথ্য পায় পুলিশ। সম্প্রতি সাইবার প্রতারণা থেকে ডিজিটাল অ্যারেস্ট, এরকম নানা পন্থায় দেশজুড়ে জালিয়াতির জাল বিছিয়েছে প্রতারকরা। যাদের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.