Advertisement
Advertisement

Breaking News

Niti Ayog

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা, বিরোধী নেতাদের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা

নীতি আয়োগে বাংলার বঞ্চনা নিয়ে সরব হবেন মমতা।

Mamata Banerjee to attend Niti Ayog meet in Delhi | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:May 14, 2023 9:06 am
  • Updated:May 14, 2023 9:30 am

স্টাফ রিপোর্টার: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২৮ মে দেশের একাধিক মুখ‌্যমন্ত্রীর সঙ্গে একযোগে নীতি আয়োগের বৈঠকে দেবেন মমতা। বৈঠক হতে পারে বিরোধী নেতাদের সঙ্গেও।

দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মমতা। তাঁর প্রশ্ন, টাকা যদি অপব‌্যবহারই হয়, তাহলে এত উন্নয়ন হচ্ছে কী করে? ২৮ মে দেশের একাধিক মুখ‌্যমন্ত্রীর সঙ্গে একযোগে নীতি আয়োগের (Niti Ayog) বৈঠক করবে কেন্দ্র। স্বাভাবিকভাবেই বাংলার প্রা‌প‌্য টাকা নিয়ে সরব হবেন মমতা। তার আগেই তোপ দাগলেন বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে। বললেন, “নীতি আয়োগের বৈঠকে যাচ্ছি। ওরা তো একটাও পয়সা দেয় না। তার পর কাউকে কাউকে দিয়ে বলাচ্ছে দিলেই সব খেয়ে নেবে। যেন সব খেয়ে নিয়েছে। এত রাস্তাঘাট, এত পরিকাঠামো সব এমনি এমনি হয়েছে!”

Advertisement

[আরও পড়ুন: সাত মাসে ৪ রাজ্যে হার, চাপ নাড্ডার উপর! খাড়গে সভাপতি হতেই সাফল্যের সরণিতে কংগ্রেস]

মুখ‌্যমন্ত্রীর কথায়, “১০০ দিনের কাজ থেকে আবাস, বাংলা সব কিছুতে এক নম্বর। কেন্দ্র সরকারই সেই পুরস্কার দিয়েছে। আর কেউ কেউ কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। সবাই চোর আর ওরা হচ্ছে সর্দার।” রাজ‌্য সরকারের সমালোচনা করতে গিয়ে ব‌্যক্তি আক্রমণও করে বসছে বিজেপি (BJP)। মুখ‌্যমন্ত্রীর সাফ কথা, “ওরা না জানে ভাষা, না সৌজন‌্য। যে ভাষায় কথা বলে, যা কুৎসা করে, আমি ওদের কথাবার্তা পছন্দ করি না। তাই ওদের সম্পর্কে বলতে খারাপ লাগে। রাজনৈতিক আদর্শ নিয়ে কিছু বলার থাকলে বলতাম। ব‌্যক্তিগতভাবে কাউকে নিয়ে কিছু বলব না।”

Advertisement

[আরও পড়ুন: ‘পিকে’র সঙ্গী থেকে রাহুলের ‘মেঘনাদ’, চিনে নিন কংগ্রেসের কর্ণাটক জয়ের নেপথ্য নায়ককে]

নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি দিল্লি সফরেই বিরোধী নেতানেত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। বিরোধীদের সম্ভাব্য একটি মেগা বৈঠক আগামী ১৮ মে পাটনায় হওয়ার কথা। সেটা পিছিয়ে নীতি আয়োগের বৈঠকের সময় দিল্লিতে করা হতে পারে বলে শোনা যাচ্ছে। কারণ সেক্ষেত্রে অধিকাংশ বিরোধী মুখ্যমন্ত্রীকেই পাওয়া যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ