Advertisement
Advertisement
Punjab

অশান্তির ছক! ৬টি পিস্তল-সহ অমৃতসরে গ্রেপ্তার বব্বর খালসা মডিউলের সন্ত্রাসবাদী

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Man Linked To Babbar Khalsa Terror Group Arrested in Punjab
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 21, 2025 5:07 pm
  • Updated:June 21, 2025 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারতকে অশান্ত করার ছক! শনিবার অমৃতসর থেকে বব্বর খালসা ইন্টরন্যাশনল মডিউলের সঙ্গে যুক্ত একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে ছ’টি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

পাঞ্জাব পুলিশের ডিজিপির এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখা হয়েছে, একটি অভিযানে অমৃতসর পুলিশ ব্ববর খালসা মডিউলের সঙ্গে যুক্ত একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে ৬টি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে অন্য একটি অভিযানে অমৃতসর গ্রামীণ পুলিশ আন্তর্জাতিক আগেয়াস্ত্র চোরাচালান কাণ্ডে যুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই নিয়ে অস্ত্র আইন ও এনডিপিএস অ্যাক্টে ঘরিন্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে এই চক্রের মাথাদের সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে।

অন্য আর একটি ঘটনায় অমৃতসর পুলিশ বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় মোট ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে নগদ ৮ লক্ষ ৭০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক পাচারের অভিযোগে জেলে থাকা গ্যাংস্টার অর্শ্বদীপের সঙ্গে যোগ রয়েছে অভিযুক্তদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement