Advertisement
Advertisement
congress

প্রিয় দলের সমর্থক হোক সন্তান, আশায় ছেলের নাম ‘কংগ্রেস’ রাখলেন যুবক

খুদের জন্মের শংসাপত্রে নাম রয়েছে কংগ্রেস জৈন।

Man names his son 'Congress', wishes him to serve party in future
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 23, 2020 4:32 pm
  • Updated:January 23, 2020 4:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই কংগ্রেসের প্রতি চরম ভালবাসা ছিল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মিডিয়া বিভাগের কর্মী বিনোদ জৈনের। আর সেই ভালবাসা থেকেই ওই ব্যক্তি সন্তানের নাম রাখলেন ‘কংগ্রেস’। ইতিমধ্যেই এই নামেই তিনি জন্মের শংসাপত্রও বের করা হয়েছে খুদের।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মিডিয়া বিভাগে কর্মরত উদয়পুরের বাসিন্দা বিনোদ জৈন। বরাবরই কংগ্রেসের সক্রিয় কর্মী তিনি। পরিবারের সদস্যরাও কংগ্রেস সমর্থক। ২০১৯ সালের জুলাই মাসে দ্বিতীয় সন্তানের জন্মের পরই বিনোদ স্থির করেন যে খুদের নাম রাখা হবে ‘কংগ্রেস’। দলের সমর্থক হলেও পরিবারের তরফে অনেকেই বিষয়টিতে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তাতে দমেননি বিনোদ। তিনি জানান, “জুলাই মাসে দ্বিতীয় সন্তানের জন্মর পরই ঠিক করে ফেলেছিলাম যে ছেলের নাম রাখব কংগ্রেস। কিন্তু পরিবারের সকলের সমর্থন পাইনি। আমি সিদ্ধান্তে অনড় ছিলাম। বার্থ সার্টিফিকেট হাতে পেতে কিছুটা সময় লেগেছে। কিন্তু সেখানে ওর নাম রয়েছে কংগ্রেস জৈন।”

Advertisement

[আরও পড়ুন: ‘মহিলা-শিশুদের রাস্তায় নামিয়েছে পুরুষরা’, শাহিনবাগ আন্দোলনকে কটাক্ষ যোগীর]

বিনোদের কথায়, অশোক গেহলটের সঙ্গে কাজ করে তিনি অনুপ্রানিত। দলের প্রতি এক অপরিসীম আবেগ রয়েছে তাঁর। তিনি চান, তাঁর সন্তান কংগ্রেস ১৮-এর গণ্ডি পেরনোর পরই যেন যোগ দেয় সক্রিয় রাজনীতিতে ঠিক তাঁর পূর্ব পুরুষদের মতোই। সদস্য হোক শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের। প্রসঙ্গত, গতবছরে উত্তরপ্রদেশের এক মুসলিম পরিবার তাঁর সন্তানের নাম রেখেছিল নরেন্দ্র মোদি। কিন্তু সমাজের চাপে যে ওই শিশুর নাম পালটাতে বাধ্য হন তাঁর অভিভাবকরা। পরে তাঁর নাম রাখা হয় আলতাফ আলম মোদি।

Advertisement

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে দেশের প্রথম নেতাজির মন্দির, উদ্বোধন করবেন আরএসএস নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ