Advertisement
Advertisement
Delhi

সংলাপ বলতে বলতে বুকে হাত, দিল্লিতে রামলীলার মঞ্চে মৃত ‘রাম’

ভাইরাল হয়ে গিয়েছে সেই মুহূর্তের ভিডিও।

Man portraying Lord Ram during a Ramlila performance died in Delhi
Published by: Biswadip Dey
  • Posted:October 6, 2024 12:30 pm
  • Updated:October 6, 2024 12:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চে চলছে রামলীলা। দুহাত সামনে বাড়িয়ে আবেগজর্জর কণ্ঠে সংলাপ বলছেন রাম চরিত্রাভিনেতা। আচমকাই তাঁকে দেখা গেল বুকে হাত দিতে। দ্রুত তিনি মঞ্চের পিছনদিকে চলে গেলেন। আর সেখানেই লুটিয়ে পড়ল তাঁর দেহ! দিল্লিতে এমনই মর্মান্তিক মৃত্যু হল এক ৪৫ বছরের ব্যক্তির।

নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে দিল্লির শাহদারার জয় শ্রীরামলীলা বিশ্বকর্মা নগরের ভিডিওটি। তাতে দেখা গিয়েছে কীভাবে অভিনয় করতে করতে আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন সুশীল কৌশিক নামে ওই ব্যক্তির। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তাঁকে অচেতন অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কৌশিককে। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

এর আগে জানুয়ারিতে, একই ভাবে মৃত্যু হয়েছিল হরিয়ানার ভিওয়ানির বাসিন্দা ৬২ বছরের এক বৃদ্ধর। রামলীলায় তিনি অভিনয় করছিলেন হনুমানের চরিত্রে। সেই সময়ই আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। মঞ্চেই মারা যান। তারও আগে উত্তরপ্রদেশের অযোধ্যায় মঞ্চে মৃত্যু হয়েছিল রাবণ চরিত্রাভিনেতা এক ব্যক্তির। সকলের চোখের সামনেই সংলাপ বলতে বলতে প্রয়াণ হয় তাঁর। এবার দিল্লিও সাক্ষী হল এমন এক হৃদয়বিদারক ঘটনার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement