Advertisement
Advertisement
Chattisgarh

জেল থেকে ছাড়া পেয়েই স্বমূর্তিতে ধর্ষক, মেয়ে ও ভাইঝিকে ধর্ষণ!

পালিয়েও হল শেষরক্ষা, পুলিশের জালে সাজাপ্রাপ্ত ধর্ষক।

Man released on parole allegedly assaults his 11-year-old daughter, niece in Chattisgarh

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:October 30, 2024 2:16 pm
  • Updated:October 30, 2024 3:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগে অপরাধী সাব্যস্ত হয়ে জেল খাটছিল সে। ছাড়া পেয়েছিল প্যারোলে। এবং তার পরই নিজের ১১ বছরের বালিকা কন্যা ও ১২ বছরের ভাইঝিকে ধর্ষণের অভিযোগ উঠল ছত্তিশগড়ের অম্বিকাপুরের এক ধর্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল অম্বিকাপুরে।

২০২০ সালে এক আত্মীয়ের শিশুকে ধর্ষণে অভিযুক্ত ছিল ওই ব্যক্তি। সেই বছরই গ্রেপ্তার করা হয় তাকে। পরে দোষী সাব্যস্ত হয় ওই ব্যক্তি। সেই থেকে জেলেই সাজা খাটছিল সে। গত ১৯ অক্টোবর প্যারোলে মুক্তি পায় ধর্ষক। আর তার পরই তার বিরুদ্ধে অভিযোগ উঠল নিজেরই মেয়ে ও ভাইঝিকে ধর্ষণের।

Advertisement

লোকটির ১১ বছরের মেয়ে গত ২২ অক্টোবর বৈকণ্ঠপুর থানায় গিয়ে অভিযোগ করে যে তাকে তার বাবা ১৯ অক্টোবর রাতেই নিজেদের ঘরে ধর্ষণ করে। সেই সঙ্গেই হুমকি দেয়, মুখ খুললে খুন করা হবে। এর পর ২১ অক্টোবর ফের কাঠ কুড়নোর জন্য জঙ্গলে গেলে সেখানেও তাকে তার বাবা ধর্ষণ করে বলে অভিযোগ করে মেয়েটি। এদিকে এর পরই থানায় হাজির হয় ওই ধর্ষকের ১২ বছরের ভাইঝি। তার অভিযোগ, জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে তাকেও।

২১ অক্টোবর রাত থেকেই পলাতক হয় ওই ব্যক্তি। ইতিমধ্যেই স্পেশাল দল গঠন করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পাশের গ্রামের বাসিন্দাদের। যেহেতু তার কাছে মোবাইল নেই, তাই অবস্থান খুঁজে বের করতে বেগ পেতে হয়েছে পুলিশকে। সে অন্য একজনের ফোন ব্যবহার করেছে। তাও এক থেকে দুবার। সেটুকু তথ্য পেয়েই ওই ফোনের লোকেশন ট্র্যাক করে সেই এলাকার আশপাশ ঘিরে ফেলেন তদন্তকারীরা। শিগগিরি অভিযুক্ত ধরা পড়বে, আশ্বাস দেয় পুলিশ। শেষপর্যন্ত ২৬ অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয়েছে ওই ধর্ষককে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement