Advertisement
Advertisement
Uttarakhand

বদ্রীনাথের পথে পাহাড় ভাঙল হুড়মুড় করে! ধসের ভিডিও দেখলে শিউরে উঠবেন

গত কয়েক দিনের দুর্যোগের জেরে কুমায়ুনে মৃত্যু হয়েছে ৪ জনের।

Massive Landslide On Highway In Uttarakhand
Published by: Kishore Ghosh
  • Posted:September 15, 2024 4:16 pm
  • Updated:September 15, 2024 4:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড় ভেঙে পড়ছে হুড়মুড় করে! বদ্রীনাথের পথে উত্তরাখণ্ডের পিথোরাগড়ের ধসের ভিডিও দেখে আঁতকে উঠছে লোকে। ধসের জেরে দারচুলা-তাওয়াঘাট জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে। ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। একটানা ভারী বৃষ্টিপাতের মধ্যেই রাস্তা সরানোর কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

বর্তমান গোটা দেশেই দাপট দেখাচ্ছে মৌসুমি বায়ু। একই কারণে উত্তরাখণ্ডের কুমায়ুন জেলায় গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি চলছে। এর জেরে ধস নেমেছে বিভিন্ন জায়গায়। জাতীয় সড়ক-সহ ৪৭৮টি রাস্তা বন্ধ রয়েছে। ইতিমধ্যেই চার জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও দু’জন। রবিবার বদ্রীনাথের পথে চৈতালকোটের কাছে জাতীয় সড়কের উপর ধস নামে। এর ফলেই বন্ধ হয়ে গিয়েছে দারচুলা-তাওয়াঘাট জাতীয় সড়ক।

হাই অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরাখণ্ডে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে রাজ্যের অধিকাংশ এলাকাতেই যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। বদ্রীনাথ জাতীয় সড়কে শনিবার পরপর ধস নামে। লম্বাগড়, নন্দপ্রয়াগ, সোনালা এবং ব্যারাজ কুঞ্জের রাস্তা ধসের জেরে ক্ষতিগ্রস্ত। পরিবর্ত রুট সাকোট এবং নন্দপ্রয়াগের মাঝেও ধস নেমেছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement