সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হিন্দুত্ব হল হিংসার দর্শন, এটি আসলে একটি অসুখ’, এমনই মন্তব্য করে জাতীয় রাজনীতিতে বিতর্ক বাড়ালেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি। তাঁর এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি।
সম্প্রতি মধ্যপ্রদেশের এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে আল্লাহ বলার অপরাধে তিন কিশোর বেলাগাম মারধর করা হয়। এবং বাধ্য করা জয় শ্রীরাম বলতে। সেই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি এই উগ্র হিন্দুত্বের বিরুদ্ধে সরব হন মেহবুবা কন্যা ইলতিজা। তিনি বলেন, “হিন্দুত্ব ও হিন্দু ধর্মের মধ্যে ফারাক অনেক। হিন্দুত্বের নামে ঘৃণার দর্শন ১৯৪০-এর দশকে দেশে ছড়িয়েছিলেন বীর সাভারকর। যার উদ্দেশ্য ছিল হিন্দুদের আধিপত্য বিস্তার। যার দর্শন ছিল ভারত হিন্দুর ও হিন্দুদের জন্য।”
এর পরই ইসলাম ধর্মের তুলনা টেনে মেহবুবা কন্যা বলেন, “ইসলামের মত হিন্দু ধর্মও এমন একটা ধর্ম যা ধর্মনিরপেক্ষতা, প্রেম ও করুণাকে প্রাধান্য দেয়। ফলে জেনেশুনে এর পবিত্রতা বিকৃত করা উচিত নয়। জয় শ্রীরাম শ্লোগান রাম রাজ্যের জন্য নয়, বরং এটি ব্যবহৃত হচ্ছে হিংসা ছড়াতে। এটা অত্যন্ত লজ্জার যে হিন্দু ধর্মকে বিকৃত করা হচ্ছে। আমি জেনেশুনেই হিন্দুত্বের সমালোচনা করলাম কারণ এটা একটা অসুখ।” একইসঙ্গে তিনি বলেন, ‘এক জন মুসলিম হিসাবে আমি বুঝি জঙ্গিরা কী ভাবে আল্লা হু আকবর বলে নাশকতা চালায়, হিংসা ছড়ায়। এর জেরে ইসলামের ভাবমূর্তি নষ্ট হয়েছে। হিন্দুরাও সেই পথে হাঁটছে।’
ইলতিজার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তাঁর সমালোচনায় সরব হয়েছে জম্মু ও কাশ্মীর বিজেপি। জম্মুর বিজেপি নেতা রবিন্দর রেনা বলেন, “ওই পিডিপি নেত্রী হিন্দুত্ব নিয়ে অত্যন্ত অপমানজনক ভাষা ব্যবহার করেছেন, এটা ঠিক নয়। রাজনীতিতে মতভেদ হতে পারে তাই বলে অপমানজনক ভাষা ব্যবহার করা কখনই উচিত নয়। উনি যে মন্তব্য করেছেন তার জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.