হেমন্ত মৈথিল, অযোধ্যা: অযোধ্যার রামমন্দির আজ গোটা বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দু। উদ্বোধনের পর থেকে দেশবাসী তো বটেই, বিদেশি পর্যটকরাও রামলালার দর্শনে ভিড় জমাচ্ছেন রাম জন্মভূমিতে। এই কারণে প্রথম থেকেই মন্দির নির্মাণের পাশাপাশি অযোধ্যাকে ‘গ্লোবাল ট্যুরিজম হাব’ করে গড়ে তোলার চেষ্টা করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই লক্ষ্যেই এবার পূণ্যভূমিতে গড়ে তোলা হচ্ছে একটি ভিভিআইপি অতিথিশালা।
উত্তরপ্রদেশ সরকার সূত্রে জানা গিয়েছে, হাইপ্রোফাইল গেস্ট হাউজ নির্মিত হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যপাল, বিদেশি কূটনীতিক, শিল্পপতি, ফিল্মি তারকা, আধ্যাত্মিক গুরু, বিদেশি প্রতিনিধিরা যাতে থাকতে পারেন, সেই মতো করে। অর্থাৎ, একদিকে যেমন অত্যাধুনিক ফাইভস্টার সুবিধা থাকবে নির্মীয়মাণ অতিথিশালায়, তেমনই নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক থাকবে না।
মাঝা মিরপুরে ১৪ হাজার ৫১০ একর জমিতে ভিভিআইপি গেস্টহাউস তৈরি করছে উত্তরপ্রদেশ সরকার। বিরাট ভবন নির্মাণ খরচ হবে মোট ৯ হাজার ৩৭৫ কোটি ৪৬ লক্ষ টাকা। উত্তরপ্রদেশ সরকারের পূর্ত ও সম্পত্তি দপ্তরের নজরদারিতে এই কাজ সম্পন্ন হচ্ছে। চলতি বছরের মে মাসে শুরু হয়েছে কাজ। ২০২৬ সালের নভেম্বরের মধ্যে ভিভিআইপি অতিথিশালাটির নির্মাণকাজ সম্পূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.