Advertisement
Advertisement

Breaking News

মসজিদ

মর্গে স্থানাভাব, মসজিদের প্রার্থনা কক্ষেই ভূমিধসে নিহতদের ময়নাতদন্তের ব্যবস্থা

‘ঈশ্বরের দেশে’ মানবতার নজির৷

Mosque offered its prayer hall to perform autopsy of the people
Published by: Sayani Sen
  • Posted:August 16, 2019 5:47 pm
  • Updated:August 16, 2019 5:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়নাতদন্ত করার জায়গা ছিল না৷ তাই ভূমিধসে নিহতদের দেহ ময়নাতদন্ত করে ফেরানো যাচ্ছে না পরিজনদের হাতে৷ এই বিপদের দিনে এগিয়ে এল মসজিদ কর্তৃপক্ষ৷ জায়গার অভাব মেটাতে প্রার্থনা কক্ষের একাংশ মর্গ হিসাবে ব্যবহার করার জন্য ছেড়ে দিলেন তাঁরা৷ সাম্প্রদায়িক সম্প্রীতিই যে ভারতের ঐতিহ্য, কেরলের ঘটনা এভাবেই আরও একবার প্রমাণ করল৷

[আরও পড়ুন: গোমাংস ভক্ষণের পোস্ট করে বিতর্কে জড়ালেন মহিলা গবেষক]

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরল৷ মৃতের সংখ্যা বাড়তে বাড়তে পেরিয়ে গিয়েছে একশোর গণ্ডি৷ সঙ্গে রয়েছে ভূমিধস৷ বৃহস্পতিবার কাভালাপ্পারায় ধস নামে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে৷ নিখোঁজ হয়ে গিয়েছেন অনেকেই৷ তাঁদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে৷

Advertisement

Kerala landslide

Advertisement

[আরও পড়ুন: ছেলের খুনিদের কাছ থেকে হুমকি, অসহ্য মানসিক চাপে আত্মঘাতী দৃষ্টিহীন দলিত ব্যক্তি]

কিন্তু এতগুলি দেহের ময়নাতদন্ত করা হবে কোথায়? তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন পুলিশ আধিকারিকরা৷ সালাফি জুমা মসজিদ কর্তৃপক্ষকে চিন্তার কারণ জানান তাঁরা৷ ধর্মের বেড়াজালকে তুচ্ছ করে সাহায্যে এগিয়ে আসেন মসজিদ কর্তৃপক্ষ৷ কিন্তু কোন জায়গা দেবেন, তা প্রথমে বুঝতে পারছিলেন না৷ পরে তাঁরা দেখেন, প্রার্থনা কক্ষের একাংশ ময়নাতদন্তের কাজে ছেড়ে দেওয়া যেতেই পারে৷ তাই ওই ঘরটির একাংশই পুলিশকে ছেড়ে দেয় মসজিদ কর্তৃপক্ষ৷ মসজিদের মাঝে থাকা টেবিলের উপরেই চলছে ময়নাতদন্ত৷

Kerala-Mosque

যত তাড়াতাড়ি সম্ভব আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনহারাদের হাতে দেহ তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই জানান পুলিশ আধিকারিকরা৷

[আরও পড়ুন: লাইফ সাপোর্ট সিস্টেমে অরুণ জেটলি, হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি]

Kerala-Mosque

পরমেশ্বরন নামে মাঞ্জেরি মেডিক্যাল কলেজের এক কর্মী সোশ্যাল মিডিয়ায় মসজিদ কর্তৃপক্ষের মহৎ উদ্যোগ পোস্ট করেন৷ সাম্প্রদায়িক সম্প্রীতির এর চেয়ে বড় নিদর্শন বোধহয় আর কিছুই হতে পারে না বলেও পোস্টে উল্লেখ করেন ওই কর্মী৷ তারপরই তা প্রচারের আলোয় আসে৷ মুহূর্তের মধ্যে ওই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছেন৷ নেটিজেনরা প্রায় সকলেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন৷ বিপদের দিনে এগিয়ে আসার জন্য মসজিদ কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ