Advertisement
Advertisement

Breaking News

থানায় ঢুকে বিজেপি বিধায়কের দাদাগিরি, সপাটে ‘চড়’ কনস্টেবলকে

চড় মারার কথা অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক৷

MP: Cam catches BJP lawmaker slapping constable
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2018 9:07 pm
  • Updated:June 9, 2018 9:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত বিজেপি নেতাদের তালিকা আরও দীর্ঘ হল৷ নাম লেখালেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক চম্পালাল দেবড়া৷ থানায় ঢুকে আধিকারিকদের সামনেই এক পুলিশ কনস্টেবলকে সপাটে চড় কষালেন তিনি৷ থানার সিসিটিভিতে ক্যামেরাবন্দি হল সেই দৃশ্য৷ দেবড়ার অভিযোগ, সন্তোষ ইভান্তি নামের ওই পুলিশ কনস্টেবল তাঁর ছেলে এবং ভাইপোর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল৷ ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তবে এখনও তাঁকে গ্রেপ্তার করা হয়নি৷

[শচীন-রেখার পর এবার রাজ্যসভায় কপিল-মাধুরী!]

বিধায়কের ছেলে এবং ভাইপোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার খেসারত দিতে হল কনস্টেবল সন্তোষকে৷ পুলিশ সূত্রের খবর, গতকাল রাতে হঠাৎই থানায় এসে হাঙ্গামা শুরু করে চম্পালালের ছেলে ও তাঁর ভাইপো৷ তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন কনস্টেবল সন্তোষ৷ এরপরই চম্পালালের প্রবেশ৷ প্রথমে কনস্টেবল সন্তোষের সঙ্গে বচসা তারপরেই সটান চড় কষিয়ে দিলেন গালে৷

Advertisement

[মুম্বইয়ের প্যাটেল চেম্বার্সে ভয়াবহ আগুন, জখম ২ দমকলকর্মী]

পরে অবশ্য চড় মারার এই অভিযোগ অস্বীকার করেছেন চম্পালাল৷ তাঁর অভিযোগ, গতকাল রাতে তাঁর ছেলের স্কুটার ছিনতাই করার চেষ্টা করে এক ছিনতাইবাজ৷ থানায় সেই ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ করতে আসে দু’জন৷ কিন্তু তাদের অভিযোগ না নিয়ে উলটে মারধর করা হয় বলে অভিযোগ ওই বিধায়কের৷ তাঁর দাবি, থানায় এসেই তিনি দেখেন তাঁর ছেলে ও ভাইপোকে মারধর করছে সন্তোষ তারপর তিনি নাকি শুধু সন্তোষকে থামানোর চেষ্টা করেছেন শুধু, চড় মারেননি সন্তোষকে৷ যদিও, সিসিটিভিতে স্পষ্ট দেখা গিয়েছে তাঁর চড় মারার দৃশ্য৷ ঘটনার পর বিধায়ক চম্পালালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ যদিও, এখনও তাঁকে গ্রেপ্তার করেনি পুলিশ৷

[জওয়ানের চিকিৎসার জন্য ভারতীয় সেনার থেকে ১৬ কোটি টাকা দাবি হাসপাতালের]

ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েনও৷ কংগ্রেসের দাবি, এই ঘটনা প্রমাণ করে বিজেপির শাসনে পুলিশকর্মীরাও সুরক্ষিত নয়৷ শিবরাজ সিং চৌহানের সরকারের আমলে কেউই সুরক্ষিত নয়৷ ভোটের আগে আগে বিধায়কের এই কীর্তিতে রীতিমত অস্বস্তিতে বিজেপি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ