BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

মান্দাসোরে শিশু ধর্ষণের সমালোচনায় শিবরাজ সিং চৌহান, ধর্ষকের ফাঁসির দাবি

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 29, 2018 6:54 pm|    Updated: June 29, 2018 6:54 pm

MP CM Shivraj Singh Chouhan demands death for rapists

সংবাদ প্রতিদিন, ডিজিটাল ডেস্কআট বছরের স্কুল পড়ুয়াকে অপহরণ করে ধর্ষণ ও পরে খুনের চেষ্টার অভিযোগ৷ নক্ক্যারজনক ঘটনায় তোলপাড় মধ্যপ্রদেশের মান্দাসোর৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তিনি বলেন, ‘‘একজন ধর্ষক পৃথিবীর বোঝা৷ তার বেঁচে থাকার কোনও অধিকার নেই৷’’

মঙ্গলবার সন্ধেয় স্কুল থেকে বেরিয়ে বাড়ির লোকের জন্য অপেক্ষা করছিল বছর আটেকের ওই শিশু৷ অভিযোগ, সেই সময় ইরফান আলিয়াস ভাইয়ু নামে এক যুবক তাকে অপহরণ করে৷ শিশুটিকে বাসস্ট্যান্ডের কাছে নিয়ে যায় ভাইয়ু৷ সেখানেই ধর্ষণ করা হয় ওই স্কুল পড়ুয়াকে৷ যুবকের বিরুদ্ধে আরও অভিযোগ, ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে শিশুটিকে খুনের চেষ্টা করা হয়৷ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই শিশুটিকে৷ এরপরই তাকে উদ্ধার করে মান্দাসোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ওই হাসপাতালেই আপাতত ভরতি রয়েছে সে৷

[শিক্ষিকার আচরণে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী, গ্রেপ্তারির নির্দেশে বিতর্ক]

নৃশংস এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভপ্রকাশ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তিনি  বলেন, ‘‘একজন ধর্ষক পৃথিবীর বোঝা৷ তার বেঁচে থাকার কোনও অধিকার নেই৷’’ চৌহান আরও বলেন, বারো বছর বয়সীদের ধর্ষণের বিচার তাড়াতাড়ি শেষ করতে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের ব্যবস্থা করা হয়েছে৷ ধর্ষণে অভিযুক্তরা যাতে মৃত্যুদণ্ডের মতো চূড়ান্ত সাজা পায় হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের কাছে সেই আবেদনও জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷

[মোদির বিদেশ সফরে খরচ ৩৫৫ কোটি টাকা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য]

শিশুর সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় দুঃখপ্রকাশ করেন চৌহান৷ তিনি বলেন, ‘‘এটি যন্ত্রণাদায়ক ঘটনা৷ আমরা শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি৷ নির্যাতিতার সঙ্গেও দেখা করেছি৷ শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে৷ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছি৷’’

বুধবার রাতেই ইরফান আলিয়াস ভাইয়ুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছেন তদন্তকারীরা৷ ধৃতের কঠোর শাস্তির হবে বলে আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে