সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। অভিযোগ, নির্যাতিতা তরুণী অন্তঃসত্ত্বা পয়ে পড়লে জওয়ানকে বিয়ের কথা বলা হলেও সে পাত্তা দেয়নি। তরুণী বার বার বিয়ের জন্য চাপ দিতেই ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় অভিযুক্ত জওয়ান। এই ঘটনায় অপমানিত তরুণী বিষ খেয়ে আত্মহননের চেষ্টা করেন চলতি মাসের ছ’তারিখে। তারপর থেকে হাসপাতালেই ভরতি ছিলেন নির্যাতিতা। শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয়। শনিবার ওই জওয়ানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের।
[প্রকাশ্যে পুড়িয়ে খুন ছাত্রকে, অজ্ঞাত পরিচয় দুই কিশোরের খোঁজে পুলিশ]
অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়েই তরুণীকে বার বার ধর্ষণ করেছে অভিযুক্ত বিএসএফ জওয়ান। প্রথমে বিয়ের আগে শারীরিক সম্পর্কে সায় দেননি তরুণী। তখন নিজের পেশাকে হাতিয়ার করে তরুণীকে নানরকমভাবে হেনস্তাও করে অভিযুক্ত। সম্মানের খাতিরে জওয়ানের দাবি মেনে নেন ওই তরুণী। এদিকে লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নির্যাতিতা। তবে ততক্ষণে বিয়ের প্রতিশ্রুতি অগ্রাহ্য করেছে অভিযুক্ত জওয়ান। তরুণী বার বার বিয়ের জন্য চাপ দিতেই পালটা হুমকি দেয় অভিযুক্ত। জানায়, ধর্ষণের ভিডিও রয়েছে তার কাছে। ফের বিয়ের চাপ এলেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। এই ঘটনায় অপমানে বিষ খেয়ে আত্মহননের চেষ্টা করেন ওই তরুণী। শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এদিকে তরুণীর মৃত্যুর খবর পেতেই গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত জওয়ান।
মৃতার বাবার অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে মুজাফ্ফরনগর থানার পুলিশ। অভিযুক্ত জওয়ানের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।