Advertisement
Advertisement

Breaking News

সাইবার ক্রাইম রোধে প্রচারের হাতিয়ার ভারতের বীরপুত্র, কীভাবে জানেন?

ব্যাপারটা কী?

Nagpur police quotes Abhinandan
Published by: Sayani Sen
  • Posted:March 2, 2019 5:53 pm
  • Updated:March 2, 2019 5:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে ততই বাড়ছে এটিএম জালিয়াতির মতো ঘটনা৷ ফোন করে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যাদি হাতিয়ে নিয়েই সর্বস্ব হাতিয়ে নিচ্ছে প্রতারকরা৷ হাজার প্রচারেও সচেতনতা বাড়ছে না আমজনতার৷ তবে প্রতারকদের আনাগোনা রুখতে ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে হাতিয়ার করল নাগপুর পুলিশ৷

[দেশে ফিরেই অগ্নিপরীক্ষার মুখে অভিনন্দন]

মঙ্গলবার এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ মিরাজ-২০০০ বোমারু বিমানের অভিযানে গুঁড়িয়ে যায় বালাকোটের জইশ, লস্কর, হিজবুলের ঘাঁটি৷ ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে তার পরেরদিন ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে পাক যুদ্ধবিমান এফ-১৬৷ তাকে ধাওয়া করতে করতে সীমান্ত টপকে পাকিস্তানে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান৷ যার পাইলট ছিলেন অভিনন্দন বর্তমান৷ পাক সেনার হাতে বন্দি হন তিনি৷ বন্দি অবস্থায় তাঁর একটি ভিডিও প্রকাশিত হয়৷ ওই ভিডিওয় দেখা যায় প্রশ্ন করা হলেও গোপন কোনও তথ্যই প্রকাশ করছেন না অভিনন্দন৷ ভারতীয় সেনা হিসাবে ঠিক যতটুকু উত্তর দেওয়া সম্ভব, দৃঢ় কণ্ঠে ততটাই বলেছেন তিনি৷ ওই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হওয়া মাত্রই অভিনন্দনের দৃঢ় মানসিকতার তারিফ করেছেন নেটিজেনরা৷

Advertisement

[এবার জেহাদিদের নিশানায় রেল, জারি সতর্কবার্তা]

নানা টানাপোড়েনের পর শুক্রবার রাতে আট্টারি-ওয়াঘা সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ এই বীরপুত্রই এখন সাইবার ক্রাইম রোধে নাগপুর পুলিশের প্রচারের হাতিয়ার৷ টুইটে পুলিশের তরফে জানানো হয়েছে, কঠিন পরিস্থিতিতেও যেভাবে মাথা ঠান্ডা রেখে দৃপ্ত কণ্ঠে গোপনীয় তথ্য জানাননি অভিনন্দন৷ ঠিক তেমনই আপনারাও ডেবিট কার্ডের ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড কাউকে বলবেন না৷

Advertisement

নাগপুর পুলিশের সোশ্যাল মিডিয়ার এই পোস্ট ঘিরে চলছে জোর আলোচনা৷ পুলিশকর্তাদের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন নেটিজেনরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ