Advertisement
Advertisement

Breaking News

Crime against Women

মহিলাদের উপর অপরাধের নিরিখে ফের শীর্ষে উত্তরপ্রদেশ, তুলনায় ভাল জায়গায় মমতার বাংলা

১১ হাজার ৮৭২টি অপরাধ ঘটেছে উত্তরপ্রদেশে।

NCW Received 23,722 Complaints in 2020, Highest in Six Years; UP Tops List | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 3, 2021 5:26 pm
  • Updated:January 3, 2021 5:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের উপর অত্যাচারের (Crime against Woman) গত ছ’বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ২০২০। রবিবার জাতীয় মহিলা কমিশনের (NCW) তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর দেশে মেয়েদের বিরুদ্ধে ২৩ হাজার ৭২২ টি অপরাধ সংগঠিত হয়েছে। আর এই পরিসংখ্যানের নিরিখে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ (UP)। তালিকার দশম স্থানে রয়েছে বাংলা।

জাতীয় মহিলা কমিশনের তথ্য অনুসারে, প্রায় ২৪ হাজার অপরাধের মধ্যে ১১ হাজার ৮৭২টি অপরাধ ঘটেছে উত্তরপ্রদেশে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে যোগীরাজ্য লাগোয়া দিল্লি। সেখানে গত বছর মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধের সংখ্যা ২ হাজার ৬৩৫টি। এরপর হরিয়ানা (১,২৬৬), মহারাষ্ট্র (১,১৮৮)। দশম স্থানে থাকা বাংলায় গত বছর মহিলাদের বিরুদ্ধে ৪৫৮টি অপরাধ হয়েছে। মহিলা কমিশনের তরফে আরও জানানো হয়েছে, মোট অপরাধের এক চতুর্থাংশই গার্হস্থ্য হিংসার ঘটনা।

Advertisement

[আরও পড়ুন : দিল্লিতে আন্দোলনরত কৃষকরা ‘সত্যাগ্রহী’! বিজেপিকে ব্রিটিশদের সঙ্গে তুলনা করলেন রাহুল]

উল্লেখ্য, মার্চ মাসে লকডাউন জারি হওয়ার পরই গার্হস্থ্য হিংসার ঘটনা বেড়ে যায়। জুলাই মাস সর্বাধিক গার্হস্থ্য হিংসার রিপোর্ট আসে। এ সবেরই প্রতিফলন দেখা গিয়েছে বার্ষিক রিপোর্টে। সারা বছরে পাঁচ হাজারেরও বেশি গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের হয়েছে। রিপোর্ট বলছে, সম্মানের সঙ্গে বাঁচার অধিকার কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে ৭ হাজার ৭০৮টি। এ ধরনের অপরাধের সংখ্যাই সবচেয়ে বেশি।

Advertisement

প্রসঙ্গত, বাংলায় নারীদের বিরুদ্ধে হওয়ার অপরাধ নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা তুঙ্গে উঠেছিল। এ রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় বলে অভিযোগ করেছে বিজেপি। একই সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলাতেও। কিন্তু জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট অন্য কথা বলছে। মহিলাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপরাধ হয়েছে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, হরিয়ানায়। এবার এই রিপোর্টকে হাতিয়ার করে যে রাজ্য সরকার পালটা প্রচারে নামবে, তা বলাইবাহুল্য।

[আরও পড়ুন : উত্তরপ্রদেশে এবার ভুয়ো ‘লাভ জেহাদ’! মুসলিম যুবকদের ফাঁসাতে মিথ্যা মামলা তরুণীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ