ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার ঠিক দুমাসের মাথায় বড় সাফল্য পেল NIA। ওই হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা। এনআইএর দাবি, ওই দুই জঙ্গি মূল হামলাকারীদের আশ্রয়দাতা হিসাবে কাজ করেছে। এনআইএ সূত্রের খবর, কাশ্মীরের হিলপার্ক এলাকায় ৩ জঙ্গিকে আশ্রয় দিয়েছিল এই দুই জঙ্গি।
জাতীয় তদন্তকারী সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, পহেলগাঁও হামলার তদন্তে বড়সড় সাফল্য পেয়েছে তারা। সশস্ত্র সন্ত্রাসবাদীদের কাশ্মীরে থাকার ব্যবস্থা করে দেওয়া থেকে পরিকল্পনায় সক্রিয়ভাবে যুক্ত থাকা দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। পারভেজ আহমেদ জোঠার নামের এক জঙ্গি কাশ্মীরের বাতকোটের এবং বসির আহমেদ জোঠার নামের ওপর জঙ্গি হিলপার্কের বাসিন্দা। এনআইএ’র তদন্তে উঠে এসেছে, ওই দুই জঙ্গি পহেলগাঁওয়ের হিলপার্ক এলাকায় কুঁড়ে ঘর তৈরি করে জঙ্গিদের আশ্রয় দিয়েছিল। তাদের খাবারদাবার ও অন্যান্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের ব্যবস্থাও এরাই করেছিল।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দুই জঙ্গি কাশ্মীরের বাসিন্দা হলেও আসলে তারা পাকিস্তানের নাগরিক। দুজনেই লস্কর-ই-তৈবার সদস্য। ভারতে হামলার উদ্দেশে অনেকদিন আগেই কাশ্মীরে এসে বাসা বাঁধে তারা। এই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে মূল হামলাকারীদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
আসলে পহেলগাঁও হামলার পর দু’মাস পেরিয়েছে। অথচ এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। এ পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার বা নিকেশ করা যায়নি। এর মধ্যে অপারেশন সিঁদুর চালিয়ে পাক জঙ্গিদের বহু ঘাঁটি ভারতীয় সেনা উড়িয়ে দিয়েছে। কিন্তু এখনও মূল হামলাকারীদের নাগাল পাওয়া যায়নি। তবে এনআইএর আশা, এই দুই জঙ্গিকে জেরা করে মূল হামলাকারীদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.