ফাইল ছবি
নন্দিতা রায়, নয়াদিল্লি: আগামিদিনে দেশ থেকে কি রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার! রেশনে বিনামূল্যে খাদ্যসামগ্রীর পরিবর্তে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি নগদ পাঠানোর রাস্তায় হাঁটবে কেন্দ্র? এই প্রশ্ন উসকে দিয়েছে নীতি আয়োগ।
মঙ্গলবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুকে নীতি আয়োগের তরফে তলব করা হয়েছিল। তাঁর সঙ্গে নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর তথা প্রাক্তন পরামর্শদাতা ড. যোগেশ সুরির নেতৃত্বে সাত সদস্যের টিম দীর্ঘ বৈঠক করে। আলোচনার বিষয় ছিল রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বাড়ানোর দাবি। সেখানেই সুরি রেশনের সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনও অভিযোগ রয়েছে কি না জানতে চান। একই সঙ্গে রেশনে যে চাল-গম দেওয়া হয়, তার পরিবর্তে নগদ হস্তান্তর করলে সেটা ভালো হবে কি না, সেই প্রশ্নও করেন।
বিশ্বম্ভর জানান, রেশনের পরিবর্তে নগদ হস্তান্তর করলে সবকিছুই খোলা বাজার থেকে সাধারণ মানুষকে কিনতে হবে। সরকার খোলা বাজারে কীভাবে দাম নিয়ন্ত্রণ করবে, পালটা প্রশ্ন করেন তিনি। তাতে নীতি আয়োগের তরফে সেভাবে জবাব দেওয়া হয়নি বলেই দাবি করেছেন বিশ্বম্ভর। এদিকে, সোমবারই রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে গিয়ে দরবার করেছিলেন বসু। সংগঠনের পরামর্শদাতা লোকসভার সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রায় পনেরো মিনিট আলোচনায় শাহ তাঁদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
তারপরই এদিন নীতি আয়োগের তরফে বিশ্বম্ভরকে তলব করা হয়। সেখানে রেশন ডিলারদের আয় বৃদ্ধির বিকল্প উপায় খুঁজতে উপভোক্তাদের কাছ থেকে কমিশন হিসাবে টাকা কেটে নেওয়া যায় কি না, সেই প্রশ্নও করা হয়েছে নীতি আয়োগের তরফে। প্রাথমিকভাবে এই ব্যবস্থায় উপভোক্তারা আপত্তি জানালেও পরে তাতে সড়গড় হয়ে যাবেন বলেই মত প্রকাশ করেছেন বিশ্বম্ভর।
উল্লেখ্য, অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা সরাসরি হস্তান্তর মোদি সরকারের অন্তত পছন্দের বিষয়। কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই প্রবণতা ক্রমবর্ধমান। যার সবথেকে বড় উদাহরণ প্রধানমন্ত্রী কৃষকনিধি সম্মান। অ্যাকাউন্টে সরাসরি নগদ হস্তান্তর করলে তাতে ভুয়া উপভোক্তার সমস্যা এড়ানো সম্ভব হয় এবং সরকারের খরচ বাঁচে বলেই একাধিকবার দাবিও করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিরোধীরা অবশ্য মোদি সরকারের নগদ হস্তান্তর প্রবণতাকে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলে বহুবার অভিযোগ করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.