সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিন্স, মিনি স্কার্ট পরে প্রবেশ করা যাবে না মন্দিরে। মধ্যপ্রদেশের ৪০টি মন্দিরে এই পোস্টার পরতেই শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় সংস্কৃতি মেনে পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে হবে বলে ওই পোস্টার গুলিতে লেখা রয়েছে।
‘মহাকাল সংঘ বজরং দল’-এর নামে দেওয়া ওই পোস্টারগুলিতে লেখা রয়েছে, ‘ভারতীয় সংস্কৃতি মেনে পোশাক পরে এলে তবেই মন্দিরে প্রবেশ করুন। তা না হলে বাইরে থেকেই মন্দির দর্শন করুন।’ শুধু তাই নয়, মন্দিরে প্রবেশ করতে হলে মহিলাদের মাথা ঢাকা থাকতে হবে বলেও ওই পোস্টারগুলিতে লেখা হয়েছে।
পোস্টারের বিষয়টি ভাইরাল হতেই মুখ খুলেছেন সংগঠনের জেলা মিডিয়া ইনচার্জ অঙ্কিত মিশ্র। তিনি জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করতে প্রাথমিকভাবে জব্বলপুরের ৩০ থেকে ৪০টি মন্দিরে পোস্টার দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বেশকয়েকটি মন্দিরে এমন পোস্টার দেওয়া হবে। তাঁর কথায়, “ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মহিলারা। সে কারণেই তাঁদের কাছে অনুরোধ তাঁরা যেন সংস্কৃতি মেনে ভারতীয় পোশাক পরেন।”
এদিকে এই পোস্টার পরতেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মনে করছেন এই পোস্টারের মাধ্যমে মহিলাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে। মহিলা অধিকার কর্মী ও আইনজীবী রঞ্জনা কুরারিয়া বলেন, “কে কোন ধরণের পোশাক পরবেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। এভাবে কারও উপর পোশাক বিধি চাপিয়ে দেওয়া যায় না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.