Advertisement
Advertisement

Breaking News

Srinagar Airport

ব্যাপক দুর্যোগে শ্রীনগরগামী বিমান, ২২৭ যাত্রীকে নিয়ে অবতরণের সময়ে ‘নাক’ ভাঙল উড়ানের

বিমানের গায়ে আছড়ে পড়তে থাকে একের পর এক শিলা।

Nose of flight broken after landing at Srinagar Airport after turbulence
Published by: Anwesha Adhikary
  • Posted:May 21, 2025 10:42 pm
  • Updated:May 21, 2025 10:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাপক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ল দিল্লি থেকে শ্রীনগরগামী বিমান। নামতে গেলে বিমানটির সামনের দিকের কিছুটা অংশ ভেঙে যায়। শেষপর্যন্ত অবশ্য ২২৭ জন যাত্রী নিরাপদে নামতে পেরেছেন শ্রীনগর বিমানবন্দরে। কিন্তু উড়ানের ভিতরে কতখানি সমস্যা হয়েছিল, কতখানি মারাত্মকভাবে ঝাঁকুনির মধ্যে পড়েছিল বিমানটি- সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

বুধবার বিকেল থেকেই গোটা উত্তর ভারতে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। দিল্লিতে প্রায় ৯৭ কিমি বেগে ঝড় হয়। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার জেরে। এহেন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শ্রীনগরের উদ্দেশে যাত্রা শুরু করে ইন্ডিগোর একটি বিমান। 6E2142 বিমানটি আকাশে ওড়ার পর থেকেই বারবার খারাপ আবহাওয়ার শিকার হয়।

তবে শ্রীনগর পৌঁছনোর খানিকক্ষণ আগেই বিমানটি শিলাবৃষ্টির মধ্যে পড়ে। তার জেরে প্রবল ঝাঁকুনি শুরু হয় বিমানের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানের গায়ে আছড়ে পড়তে থাকে একের পর এক শিলা। তাতে আরও বেশি করে কাঁপতে থাকে গোটা বিমানটি। ভয় ধরানো এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তবে প্রচুর সমস্যার মধ্যেও বিকেল সাড়ে ৬টা নাগাদ পাইলটের অক্লান্ত চেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করে শ্রীনগর বিমানবন্দরে। নামার পরে দেখা যায়, ভেঙে গিয়েছে উড়ানের সামনের দিকের কিছুটা অংশ।

পরে উড়ান সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সমস্ত বিমানকর্মী এবং ২২৭ জন যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন। যথাযথ প্রোটোকল মেনেই বিমানটি নামানো হয়েছে। যাত্রীদের পাশে যথাসম্ভব থাকার চেষ্টা করেছেন বিমানকর্মীরা। এদিনের শিলাবৃষ্টিতে বিমানটি যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মেরামতির জন্য পাঠানো হবে। অন্যদিকে, প্রবল দুর্যোগের মধ্যেও যেভাবে বিমানটিকে অবতরণ করিয়েছেন পাইলটরা, সেই সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে নেটদুনিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement