Advertisement
Advertisement
HD Kumaraswamy

হঠাৎই রক্তে ভিজল জামা! নাক চেপে হাসপাতালে ছুটলেন কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামী

হাসপাতালে ভর্তি করা হয়েছে কুমারস্বামীকে।

Nose starts bleeding Union minister HD Kumaraswamy hospitalised
Published by: Amit Kumar Das
  • Posted:July 28, 2024 7:45 pm
  • Updated:July 28, 2024 9:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামী। নাক দিয়ে গলগল করে ঝরতে দেখা গেল রক্ত। মুহূর্তের মধ্যে রক্তে ভিজে গেল জামা। এই অবস্থায় সাংবাদিক বৈঠক থামিয়ে নাকে রুমাল চেপে হাসপাতালে ছুটলেন জেডিএস নেতা। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে কুমারস্বামীকে।

কর্নাটকে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রবিবার বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা বিএস ইয়েদিউরাপ্পা। ঠিক সেই সময় হঠাৎ দেখা যায় কুমারস্বামীর নাক থেকে রক্ত পড়ছে। গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, প্রথমে বিষয়টি বুঝতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী। মুহূর্তের মধ্যে রক্তে ভিজে যায় তাঁর জামা। ওই অবস্থায় পকেট থেকে রুমাল বের করে নাক চেপে ধরেন তিনি। সাংবাদিক বৈঠকের ভার ইয়েদিউরাপ্পাকে দিয়ে সেখান থেকে বেরিয়ে গাড়িতে চড়ে বসেন জেডিএস নেতা।

Advertisement

[আরও পড়ুন: তিন আঙুলে মমি! ভিনগ্রহী নয়তো? পেরুতে ঘনাচ্ছে রহস্য]

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই অবস্থায় কোনওমতে নাক চেপে বেঙ্গালুরুর জয়নগর এলাকায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি সেখানেই চিকিৎসা চলছে তাঁর। যদিও কী কারণে তাঁর নাক দিয়ে রক্ত ঝরছিল তা এখনও জানা যায়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উদ্বেগ বেড়েছে। কারণ এর আগে দুবার স্ট্রোক হয়েছিল এই নেতার। এরপর এই ঘটনায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত তাঁর অনুগামীরা।

[আরও পড়ুন: বিদেশে পড়তে গিয়ে ৫ বছরে মৃত ৬৩৩ ভারতীয় পড়ুয়া! তালিকায় শীর্ষে কানাডা]

পাশাপাশি আরও জানা যাচ্ছে, শরীরে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে চলতি বছরের মার্চ মাসে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন এইচডি কুমারস্বামী। এর আগেও একাধিকবার এই ধরনের সমস্যা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement