সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। আগামী ১৪ মে দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন তিনি। ঠিক তার আগের দিন ১৩ মে অবসর নেবেন শীর্ষ আদালতের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
রীতি অনুযায়ী মন্ত্রণালয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে তাঁর উত্তরসূরির নাম প্রস্তাবের আহ্বান করেছিল। এরপর কেন্দ্রীয় আইন মন্ত্রীর কাছে উত্তরসূরির নাম প্রস্তাব করেন বর্তমান প্রধান বিচারপতি। বিচারপতি বিআর গাভাইয়ের নাম প্রস্তাব করেন বিচারপতি সঞ্জীব খান্না। আগামী ১৪ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন গাভাই। ঠিক তার আগের দিন দায়িত্ব থেকে অব্যহতি নেবেন বিচারপতি সঞ্জীব খান্না।
উল্লেখ্য, ছয় মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন গাভাই। চলতি বছরে নভেম্বর মাসে অবসর নেবেন তিনি। বিচারপতি বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গাভাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.