Advertisement
Advertisement
Arvind Kejriwal

‘১০০ গুণ শক্তিশালী’, বৃষ্টিভেজা সন্ধেয় রোড-শোয়ে হুঙ্কার মুক্ত কেজরির

স্লোগান উঠল, 'জেল কে তালে টুট গেয়, কেজরিওয়াল ছুট গেয়।'

Now I am 100 time more powerfull, says Arvind Kejriwal after comes out from Tihar jail
Published by: Amit Kumar Das
  • Posted:September 13, 2024 8:01 pm
  • Updated:September 13, 2024 8:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ৬ মাস তিহাড়বন্দি থাকার পর অবশেষে মুক্তি। আবগারি দুর্নীতি মামলায় শুক্রবার সুপ্রিম কোর্ট কেজরির জামিন মঞ্জুর করার পর উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন আপ সমর্থকরা। সন্ধেয় জেল থেকে বাড়ির উদ্দেশে রওনা দিলেন তিনি। বৃষ্টিভেজা সন্ধেয় দিল্লির রাজপথে হুড খোলা গাড়িতে চড়ে সমর্থকদের উদ্দেশে কেজরি বার্তা দিলেন, ‘জেল থেকে বেরিয়ে আমার শক্তি ১০০ গুণ বেড়ে গিয়েছে।’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অভ্যর্থনা জানাতে এদিন তিহাড়ের বাইরে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল, মণীশ সিসদিয়া, সঞ্জয় সিং-সহ আপের একঝাঁক শীর্ষ নেতা। জেল থেকে বাইরে বেরিয়ে এক হুডখোলা গাড়িতে চড়ে বসেন কেজরিওয়াল। এর পর সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, ”এই জীবন আমি আমার দেশের জন্য সমর্পণ করেছি। আমার জীবনের প্রতিটি মুহূর্ত এই দেশের প্রতি নিবেদিত। জীবনে বহু সংঘর্ষ করেছি আমি। অজস্র কঠিন সময় হাসিমুখে পার করেছি। তবে এই নির্মম সময়ে ঈশ্বর আমাকে সঙ্গ দিয়েছেন। ঈশ্বর আমার সঙ্গ দিয়েছেন কারণ আমি সৎ। আমি সঠিক। যার জন্যই ঈশ্বর আমায় সঙ্গ দিয়েছে।”

Advertisement

এর পর বিজেপির নাম না করে তীব্র আক্রমণ শানিয়ে কেজরি বলেন, “যারা আমার জেলে পুরেছিল, তাঁরা ভেবেছিল আমি ভেঙে পড়ব। কিন্তু বাস্তবে আমার আত্মবিশ্বাস আরও ১০০ গুণ বেড়ে গিয়েছে। ওদের জেলের মোটা মোটা দেওয়াল কেজরিকে দুর্বল করতে পারেনি।” নাম না করে বিজেপিকে নিশানায় নিয়ে কেজরি আরও বলেন, “আমি দেশের সেবা করে যাব। যারা দেশের উন্নয়ন আটকে দিচ্ছে, যারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, দেশকে ভাঙতে চাইছে, দুর্বল করতে চাইছে সারা জীবন তাঁদের বিরুদ্ধে লড়েছি, ভবিষ্যতেও লড়ব।” এদিন কেজরির মুক্তির পর কার্যত অঘোষিত রোড শো চলে দিল্লির রাস্তায়। ভিড় জমান কেজরি সমর্থকরা। সেখানেই স্লোগান ওঠে, ‘জেল কে তালে টুট গেয়, কেজরিওয়াল ছুট গেয়।’ অর্থাৎ জেলের তালা ভেঙে গিয়েছেন, কেজরিওয়াল মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন আপ সুপ্রিমো। সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু ইডি মামলায় নিম্ন আদালতে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই সিবিআইয়ের হাতে কেজরিওয়াল গ্রেপ্তার হন। এদিন জামিন দেওয়ার সময়ে কেজরির গ্রেপ্তারি প্রসঙ্গে সিবিআইয়ের অতিসক্রিয়তাকে এদিন তোপ দেগেছে সুপ্রিম কোর্ট। তদন্তের স্বচ্ছতা থেকে গ্রেপ্তারির অতিসক্রিয়তা- একাধিক কারণ দেখিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিরস্কার করেছে শীর্ষ আদালত। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের কথায়, সিবিআইয়ের গ্রেপ্তারি বৈধ হলেও জামিনের শর্ত পূরণ করেছেন কেজরি। তদন্তের স্বার্থে গ্রেপ্তারির নামে হেনস্তা করা যায় না। জেলযাত্রা নয়, আর্থিক প্রতারণা মামলায় জামিন পাওয়াই দস্তুর। পাশাপাশি আদালত প্রশ্ন তোলে, নিম্ন আদালতে ইডি মামলায় জামিন পেয়েছিলেন কেজরি। তার পরই সিবিআই গ্রেপ্তারি কেন? তার আগে ২২ মাস কেন কেজরিকে গ্রেপ্তার করেনি সিবিআই? গ্রেপ্তারির নেপথ্যে উপযুক্ত যুক্তি দেখাতে পারেনি সিবিআই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement