BREAKING NEWS

২৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৭ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

Union Budget 2023: বারবার জমা দিতে হবে না কেওয়াইসি! ব্যবসায়ীদের একমাত্র পরিচয়পত্র হচ্ছে প্যান কার্ড

Published by: Kishore Ghosh |    Posted: February 1, 2023 1:52 pm|    Updated: February 1, 2023 3:04 pm

Now PAN Card To Be Used As Common a Business Identifier | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার কেওয়াইসি জমা দেওয়ার দিন অতীত। পরিচয়পত্র সরলীকরণে জোর দেওয়া হল কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2023)। বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) ঘোষণা করলেন, এবার থেকে বিভিন্ন ক্ষেত্রে কেওয়াইসির (KYC) জন্য ব্যবসায়ীদের একমাত্র পরিচয়পত্র হবে প্যান কার্ড (PAN Card)। এইসঙ্গে সাধারণ নাগরিকদের কেওয়াইসির প্রক্রিয়ার ক্ষেত্রেও সরলীকরণের কথা বলেছেন দেশের অর্থমন্ত্রী।

এদিন সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় কেওয়াইসি নীতির সরলীকরণের এই প্রস্তাব দেন নির্মলা। যাঁরা বিভিন্ন ক্ষেত্রে কেওয়াইসি নিয়ে ধোঁয়াশায় রয়েছেন, যাবতীয় বিষয়ে তাঁদের উত্তর দিতে ডিজিটাল মাধ্যমকে ব্যবহারের কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানান, সরকার একটি জাতীয় ডেটা গভর্নেন্স নীতি আনবে ভবিষ্যতে, যা কেওয়াইসি প্রক্রিয়াকে অনেকটাই সহজ করে তুলবে। সেই সূত্রেই ব্যবসায়িক সংস্থাগুলির জন্য সমস্ত সরকারি সংস্থার ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডকেই একমাত্র পরিচয়পত্র হিসাবে মেনে নেওয়া হবে।

[আরও পড়ুন: জাতীয় ডিজিটাল লাইব্রেরি তৈরির ঘোষণা অর্থমন্ত্রীর, শিক্ষায় উন্নতির জন্য একাধিক উদ্যোগ]

এইসঙ্গে সাধারণ নাগরিকদের কেওয়াইসি প্রক্রিয়াকেও সরলীকরণের কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই সংক্রান্ত বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে কেন্দ্রীয় সরকারের তরফে। আপাতত ব্যবসায়ীদের পরিচয়পত্র হিসেবে সরকারি প্রক্রিয়ায় প্যানকার্ডকে মান্যতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজেটে কারকাঠামো এবং আইটি রিটার্ন ফাইল (IT Return File) করার প্রক্রিয়ারও সরলীকরণ করেছে নির্মলার সরকার। নতুন এই করকাঠামোয় ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে করদাতাদের। কিন্তু কেউ চাইলে পুরনো রীতিতেও কর দিতে পারেন। এদিন অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, আয়কর ছাড়ের আওতায় এলে ৭ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে কোনও করই দিতে হবে না। ৯ লক্ষ পর্যন্ত রোজগার হলে কর দিতে হবে মাত্র ৪৫ হাজার টাকা। ১৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে মাত্র দেড় লক্ষ টাকা কর দিতে হবে। উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে করছাড়েও মাস্টারস্ট্রোক দিয়েছেন নির্মলা সীতারমণ। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত করা হল। শুধু তাই নয়, আগে করছাড়ের সর্বোচ্চ পরিমাণ যেখানে ছিল ২ লক্ষ টাকা। সেটা এবার বাড়িয়ে করা হল ৩ লক্ষ টাকা।

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেটে কোন জিনিসের দাম বাড়ল, সস্তায় কী মিলবে? দেখে নিন এক নজরে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে