সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশজুড়ে যখন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী ক্ষমতা নিয়ে জোরদার হয়েছে বিতর্ক, ঠিক তখনই নতুন করে রাজ্যপালের সঙ্গে বিরোধে জড়ালেন ওড়িশার মুখ্যমন্ত্রী৷ এবার সরাসরি রাজ্যপালের কাজে খরচের হিসাব চেয়ে বিতর্কের ঝাঁজ আরও খানিকটা বাড়ালেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷
[সকল ধর্মাবলম্বীর জন্য খুলতে হবে পুরীর মন্দির, রথযাত্রার আগে রায় শীর্ষ আদালতের]
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওড়িশা সরকারের তরফে চিঠি পাঠিয়ে রাজ্যপালের হরিয়ানা সফরের ‘অতিরিক্ত’ খরচের জবাব চাওয়া হয়েছে৷ অভিযোগ, রাজ্যপালের হরিয়ানা সফরে খরচে হয়েছে ৪৬ লক্ষ টাকা৷ খরচের বহর দেখে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী৷ জনগণের টাকা খরচের কারণ জানতে চিঠি পাঠান৷ চিঠিতে রাজ্যপাল কেন হেলিকপ্টারের ব্যবহার করলেন না তা স্পষ্ট ভাবে জানতে চাওয়া হয়৷ নির্ধারিত পাঁচ লক্ষ টাকা ভাড়ার হেলিকপ্টার ব্যবহার না করে কেন তিনি ৪১.১৮ লক্ষ টাকা খরচে বিলাসবহুল চার্টার্ড বিমান ব্যবহার করলেন তাও জানতে চাওয়া হয়৷ মাত্র দেড় মাসের মধ্যে রাজ্যপাল গণেশি লালের লম্বা-চওড়া খরচের বিল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক৷ শুরু হয়েছে সরকার বনাম রাজভবনের দড়ি টানাটানির লড়াই৷ গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়ি পড়তেই প্রবল বিতর্কের মুখে পড়েছেন রাজ্যপাল৷ তবে, রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হলেও এখনও পর্যন্ত রাজ্যপালের দপ্তর সূত্রে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
[মহাকাশে মানুষ পাঠানোর তোড়জোড়, ‘স্পেস ক্যাপসুল’-এর সফল পরীক্ষা ইসরোর ]
তবে, বিতর্ক চললেও গোটা টাকাই মেটাতে হবে ওড়িশা সরকারকে৷ প্রশাসনিক কাঠামো অনুযায়ী, রাজ্যপালের দপ্তরের খরচ রাজ্যকে চালাতে হয়৷ কোনও সফরে গেলেও তার খরচ ও রাজ্যপালের আমন্ত্রিত অতিথিদের খরচও দিতে হয় রাজ্যকে৷