Advertisement
Advertisement
Bihar

দশেরায় দুর্ঘটনা বিহারে, ‘রাবণে’র রকেটে জখম বাহুবলী সাংসদ পাপ্পু

দ্রুত সাংসদের চিকিৎসার ব্যবস্থা করেন সঙ্গীরা।

Pappu Yadav Injured While Lighting Fire To Ravana in Bihar
Published by: Kishore Ghosh
  • Posted:October 14, 2024 1:03 pm
  • Updated:October 14, 2024 2:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে রাবণদহনে দুর্ঘটনা, আতশবাজি ছুটে আসায় দগ্ধ হলেন পূর্ণিয়ার বাহুবলী সাংসদ পাপ্পু যাদব। রবিবার দশেরার উৎসবে সঙ্গীদের নিয়ে যোগ দিয়েছিলেন পাপ্পু। অন্যদের মতোই অগ্নিবাণ ছোড়েন ৫৫ ফুটের মূর্তির দিকে। এর পরেই বুমেরাং কাণ্ড, সেই মূর্তির পেটের মধ্যে ভরা অজস্র বাজি-রকেটের একটি উলটে ধেয়ে আসে খোদ সাংসদের দিকে! বাজির আগুনে চোখে আঘাত লাগে সাংসদের। দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।

শনিবার পূর্ণিয়ার মেলার মাঠে আয়োজন করা হয় দশেরা তথা রাবণদহন উৎসব। সেই উপলক্ষে প্রতি বছরের মতোই হাজির হন বহু মানুষ। এদিনের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, নিয়ম মতো ৫৫ ফুটের রাবণের মূর্তিতে অগ্নিবান ছুড়ছেন পাপ্পু যাদব। কিন্তু নিমেষে বিপত্তি ঘটে যায়। রাবণ মূর্তিতে আগুন লাগামাত্র সেটি থেকে জ্বলন্ত রকেট উলটে ধেয়ে আসে বাহুবলী সাংসদের দিকেই। পাপ্পুর চোখে আঘাত লাগে। দ্রুত সাংসদের চিকিৎসার ব্যবস্থা করেন সঙ্গীরা।

Advertisement

প্রাথমিক চিকিৎসার পরেই সুস্থ হয়ে ওঠেন পাপ্পু। সকলকে আশ্বস্ত করে সমাজমাধ্যমে লেখেন, “আমি ভালো আছি। সবই ঈশ্বরের আশীর্বাদ। এই ধরনের ঘটনার বিষয়ে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।” উল্লেখ্য, পূর্ণিয়ার জনপ্রিয় সিপিএম নেতা অজিত সরকারকে খুন-সহ অসংখ্য অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে এই পাপ্পুর বিরুদ্ধে। সেই ব্যক্তির দিকে রাবণের রকেট উড়ে আসায় নেটিজেনরা কটাক্ষ করছেন। এক নেটিজেন লিখেছেন, আসল রাবণের দিকেই ধেয়ে এসেছিল রকেট।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement