Advertisement
Advertisement
Partition Horrors Remembrance Day

বিভাজন বিভীষিকা দিবসে টুইট মোদির, স্মরণ করলেন দেশভাগের যন্ত্রণাময় ইতিহাস

২০২১ সাল থেকে এই দিনটি পালিত হয় বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে।

Partition Horrors Remembrance Day: PM Modi pays homage to victims
Published by: Biswadip Dey
  • Posted:August 14, 2024 10:40 am
  • Updated:August 14, 2024 10:40 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে ফের দেশভাগের যন্ত্রণার ছবিটা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে এক্স হ্যান্ডলে পোস্ট করে সেই ভয়ংকর সময়ে ক্ষতিগ্রস্তদের দুর্দশার কথা স্মরণ করলেন তিনি। দেশভাগের যন্ত্রণাকে কোনও ভাবেই ভোলা সম্ভব নয়। এই বার্তা দিয়ে ২০২১ সালে ১৪ আগস্ট দিনটিকে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ হিসাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমবারই মোদি দাবি করেছিলেন, সামাজিক ভেদাভেদ দূর করে দেশবাসীকে একসুরে বেঁধে রাখতে সাহায্য করবে এই দিনটি।

এদিন নিজের পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে আমরা সেই অগণিত মানুষদের স্মরণ করি যাঁরা দেশভাগের ভয়াবহতার কারণে প্রভাবিত এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই দিনটা তাঁদের সাহসের প্রতি শ্রদ্ধা জানানোর একটি দিন, যা মানুষের বিপদের মোকাবিলা করার শক্তিকেই চিত্রিত করে। দেশভাগের ফলে যাঁরা প্রভাবিত হয়েছিলেন, তাঁদের অনেকেই নিজের জীবনকে পুনর্গঠন করেন এবং বিপুল সাফল্য অর্জন করেন। আজ আমরা আমাদের দেশের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সর্বদা রক্ষা করার জন্য আমাদের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করছি।’

Advertisement

[আরও পড়ুন: টেস্টের অছিলায় হাসপাতালেই দুই মহিলাকে ধর্ষণ! গ্রেপ্তার চিকিৎসক]

 

বস্তুত, দেশের স্বাধীনতার সঙ্গে সঙ্গে এক অনিবার্য ক্ষতর মতো এসে পড়ে দেশভাগ প্রসঙ্গ। অন্তত ১০ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন বলে জানা যায়। যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা সম্ভবত এর দ্বিগুণেরও বেশি। সেই সঙ্গে অসংখ্য মহিলাকে ধর্ষণ ও অপহরণের কবলেও পড়তে হয়েছিল। দেশভাগের উত্তরাধিকার ভারত ও পাকিস্তানের আর্থ-সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করে চলেছে আজও। সেই ক্ষতকে স্মরণ করেই মোদি সরকার এই দিনটি পালন করে।

[আরও পড়ুন: ‘দেশবাসীর কাছে বিচার চাই’, বাংলাদেশ ছাড়ার পর প্রথম বিবৃতি হাসিনার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement