Advertisement
Advertisement
Rahul Gandhi

ফের রাহুল গান্ধীর ‘দ্বৈত নাগরিকত্ব’ নিয়ে প্রশ্ন, কেন্দ্রের মত জানতে চাইল এলাহাবাদ হাই কোর্ট

রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক, এই অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা।

Petition alleges Rahul Gandhi's dual citizenship, High court seeks Centre's response
Published by: Subhajit Mandal
  • Posted:November 26, 2024 8:22 pm
  • Updated:November 26, 2024 11:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু ভারতের নন। ব্রিটেনেরও নাগরিক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই অভিযোগ তুলে এলাহাবাদ হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন এক বিজেপি নেতা। সেই মামলার প্রেক্ষিতে কেন্দ্রে মতামত জানতে চাইল আদালত।

বিজেপি নেতা ভিগ্নেশ শিশির এলাহাবাদ হাই কোর্টে দাবি করেন, রাহুল গান্ধী যে শুধু ভারতের নাগরিক নন, তার যথেষ্ট প্রমাণ তাঁর হাতে রয়েছে। ওই বিজেপি নেতা আদালতে দাবি করেছেন, রাহুলের নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে তিনি ব্রিটেনের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিছু তথ্য তাঁরা দিয়েছেন। তবে সব তথ্য গোপনীয়তার খাতিরে দেয়নি। এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। কেন্দ্রেরও উচিত, এ বিষয়ে হস্তক্ষেপ করা। এলাহাবাদ হাই কোর্ট এ বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগেই কেন্দ্র অবস্থান স্পষ্ট করে দেবে বলে আদালতকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

Advertisement

রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে। এর আগে দিল্লি হাই কোর্টে এই একই অভিযোগে মামলার করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। স্বামীর দাবি, ব্রিটিশ সংস্থা ব্যাকপ্‌স লিমিটেডের মাধ্যমে ২০০৫ এবং ২০০৬ সালে রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলি তাঁর ব্রিটেনের নাগরিকত্বের প্রমাণ। এছাড়া ইংল্যান্ডে রাহুলের নামে থাকা একটি কোম্পানির ঘোষণাপত্রে, নিজেকে ইংল্যান্ডের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন তিনি। রাহুল ব্রিটেনের নাগরিক, এই অভিযোগ তুলে তাঁর মনোনয়ন খারিজের দাবিও একাধিকবার উঠেছে।

ঘটনাচক্রে বিজেপি নেতারা এর আগে বারবার রাহুল গান্ধীকে বিদেশের নাগরিক হিসাবে প্রমাণ করার চেষ্টা করলেও কেন্দ্র সেভাবে উচ্চবাচ্চ করেনি। প্রতিবারই রাহুলের নাগরিকত্ব ইস্যুটি কোনও না কোনওভাবে এড়িয়ে গিয়েছে মোদি সরকার। কেন্দ্র এবার কি অবস্থান নেয় সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement