Advertisement
Advertisement
PM Modi

জগন্নাথের টানে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান! ওড়িশার জনসভায় দেশবাসীকে চমক মোদির

কী বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট?

PM Modi rejected Donald Trump invite Odisha visit lord Jagannath

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:June 20, 2025 7:53 pm
  • Updated:June 20, 2025 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-৭ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওয়াশিংটন যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সে আমন্ত্রণ পত্রপাঠ খারিজ করে দেন প্রধানমন্ত্রী। শুক্রবার ওড়িশায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি জানালেন, জগন্নাথভূমে আসার জন্য এবং শ্রী জগন্নাথদেবের দর্শন করতে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ খারিজ করেছেন তিনি।

Advertisement

ওড়িশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, “দু’দিন আগে জি-৭ বৈঠক উপলক্ষে কানাডা গিয়েছিলাম আমি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ফোন করে আমায় বলেন, কানাডায় যখন এসেছেন তখন আমেরিকাও ঘুরে যান। আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া করব, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে আমি জানিয়ে দেয়, আমায় আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। কিন্তু দেশে ফিরেই আমাকে মহাপ্রভুর দেশে যেতে হবে। মহাপ্রভুর প্রতি ভক্তি ও ভালবাসা আমাকে আপনাদের কাছে এনেছে।”

শুধু তাই নয়, ভুবনেশ্বরের ওই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পরই ওড়িশার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি মন্দিরের রত্ন ভাণ্ডার পুনরায় খুলে দেওয়া হয়েছে।” একইসঙ্গে বলেন, ওড়িশার প্রথম বিজেপি সরকার সুশাসন ও জনসেবার মাধ্যমে সফলভাবে একবছর পূরণ করেছে। একইসঙ্গে জানান, স্বাধীনতার পরের কয়েক দশক দেশের মানুষ কংগ্রেস মডেল দেখেছিল। তবে তা মোটেই সুশাসন ছিল না। যেখানে উন্নয়ন মূলক প্রকল্প ছিল না, আর থাকলেও তা ছিল বিলম্বিত ও দুর্নীতিতে পূর্ণ। তবে গত এক দশকে দেশের একাধিক জায়গায় প্রথমবার বিজেপির সরকার এসেছে। এর পর সেখানে শুধু সরকারই পরিবর্তন হয়নি বরং সামাজিক ও অর্থনৈতিকভাবে ভাবে নয়া যুগের সূচনা হয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির কথোপকথনের কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছিলেন বিদেশ সচিব বিক্রত্ম মিশ্রি। তিনি বলেন, জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মোদি যখন কানাডায় ছিলেন, তখন এই কথোপকথন হয়। সেখানে কানাডা থেকে ফেরার পথে মোদিকে আমেরিকা যাওয়ার আমন্ত্রণ করেন ট্রাম্প। তবে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, আগে থেকে ঠিক করে রাখা কিছু কর্মসূচির জন্য আমেরিকা যেতে পারবেন না তিনি। এবার খোদ মোদির মুখে শোনা গেল কেন তিনি ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement