Advertisement
Advertisement

Breaking News

‘সেনার সঙ্গে অন্যায় করেছে ওঁরা’, সোনিয়ার গড়ে কংগ্রেসকে আক্রমণ মোদির

রায়বড়েলির সভায় কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রী৷

PM Modi slammed Congress in Rae Bareli
Published by: Tanujit Das
  • Posted:December 16, 2018 2:33 pm
  • Updated:December 16, 2018 2:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনিয়া গান্ধীর গড় রায়বেরেলির মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, সেনার সঙ্গে কংগ্রেস ও তাদের ইউপিএ সরকার যে অন্যায় করেছে, তা কোনও দিন ক্ষমা করবে না দেশ৷ মোদির অভিযোগ, কথা দিয়েও কর্নাটকে কৃষকদের কৃষি ঋণ মকুব করেনি  ক্ষমতাসীন কংগ্রেস ও জেডিএসের জোট সরকার৷

[মেলার মাঝেই চুম্বনে মত্ত একাধিক যুগল! প্রশাসনের নির্দেশে বাতিল প্রতিযোগিতা]

Advertisement

প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর দীর্ঘদিনের লোকসভা কেন্দ্র হল রায়বেরেলি৷ রবিবার সেখানেই ১১০০ কোটি টাকার প্রকল্পের শুভসূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এরপরই কংগ্রেসের সমালোচনায় মুখর হন তিনি৷ রাফালে চুক্তি নিয়ে একদিন কেন্দ্রের বিজেপি সরকারের একপেশে সমালোচনা করতে দেখা গিয়েছে বিরোধী কংগ্রেসকে৷ কিন্তু শনিবারের রায়ে রাফালে সংক্রান্ত সমস্ত মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ যার ফলে স্বস্তি পেয়েছে সরকার৷ এমত পরিস্থিতিতে, রবিবার বক্তৃতার প্রথম থেকে সেনাকেই কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার করেন প্রধানমন্ত্রী৷ এদিন তিনি বলেন, “বর্তমানে দেশে দু’ধরনের শক্তি কাজ করছে৷ একপক্ষ অর্থাৎ কেন্দ্রীয় সরকার, দেশের সেনাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে এবং অপরপক্ষ সেই সেনাকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করছে৷ দেশের জন্য যাঁরা শহিদ হয়েছেন, আমরা সব সময় তাঁদের পরিবারের ভাল করার চেষ্টা করি৷ কিন্তু আগের সরকার সেনার সঙ্গে যে অন্যায় করেছে, তার জন্য দেশের মানুষ কোনও দিনও তাঁদের ক্ষমা করবে না৷ শত্রুপক্ষের দাবিকে মান্যতা দিয়ে যাঁরা সেনার সার্জিক্যাল স্ট্রাইকের উপর প্রশ্ন তুলতে পারে, তাঁদের থেকে এর থেকে বেশি কিছু অবশ্য আশা করা যায়ও না৷”

Advertisement

[মহিলাদের পোশাক পরিবর্তনের সময় উঁকি দেন জওয়ানরা! বিস্ফোরক সেনাপ্রধান]

যে কৃষকদের ঋণ মকুব করা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে দিনের পর দিন আক্রমণ করে চলেছে রাহুল গান্ধীর দল৷ সেই কৃষকদের সঙ্গেই বঞ্চনা করছে কংগ্রেস৷ এদিন এমনও অভিযোগ করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে৷ তিনি জানান, কর্নাটকে ক্ষমতায় আসার আগে কংগ্রেস বলেছিল কৃষি ঋণ মকুব করা হবে৷ কিন্তু জোট করে সরকার গড়ার ছ’মাস পরেও সেই সুফল পায়নি এক হাজার কৃষক৷ গত লোকসভা নির্বাচনে এই রায়বেরেলি কেন্দ্রে যথেষ্ট ভাল ফল করেছিল গেরুয়া শিবির৷ সেখানকার পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দু’টিতে ভোটের নিরিখে এগিয়ে ছিল বিজেপি৷ রাজনৈতিক মহলের মতে, এদিন প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকেই স্পষ্ট যে, তাঁর রবিবারের রায়বেরেলি সফর যতটা না সরকারি উদ্দেশ্যে, বরং তার থেকে অনেক বেশি রাজনৈতিক উদ্দেশ্যে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ