আজ দুদেশের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের আগে তাঁর বিমানে জঙ্গি হামলা চালানোর হুমকি দিয়ে এসেছিল ফোন! মুম্বই পুলিশের কন্ট্রোল রুম ফোনটি পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে। বিমান ছাড়ার আগে চালানো হয় তল্লাশি। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ওই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ বলে জানানো হয়েছে।
ঠিক কী হয়েছিল? মুম্বই পুলিশের কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি তাদের কাছে একটি ফোন আসে। সেই ফোনে দাবি করা হয় মোদির বিমানে জঙ্গি হামলা হতে পারে। বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত পুলিশের তরফে অন্যান্য নিরাপত্তা সংস্থার কাছে খবর দেওয়া হয়। শুরু হয় তদন্ত। এরপরই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে।
চারদিনের সফরে ফ্রান্স ও আমেরিকা গিয়েছেন মোদি। বুধবারই তাঁর আমেরিকায় পৌঁছনোর কথা। এর আগে ফ্রান্সে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বন্ধু মোদিকে আলিঙ্গন করতে দেখা যায় তাঁকে। ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে বিশেষ নৈশভোজের আয়োজনও করা হয় প্রেসিডেন্টের তরফে। মঙ্গলবার তিনি যোগ দেন এআই সম্মেলনে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো ও খারাপ দিকগুলির কথা তুলে ধরেন। ১৪তম ভারত-ফ্রান্স সিইও ফোরামে উপস্থিত হয়ে বিশ্বকে ভারতে বিনিয়োগের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “২০৪৭ সালের মধ্যে ১০০ জিগাওয়াট পারমাণবিক শক্তি তৈরির লক্ষ্যে কাজ করছি। সরকারের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রের জন্যও এর দরজা খুলে দেওয়া হয়েছে।” পাশাপাশি বর্তমান ভারত যে শিল্পবান্ধব দেশে পরিণত হয়েছে সে কথা তুলে ধরে মোদি বলেন, “গত দশকে ভারতের বিরাট পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন। আমরা আমাদের দেশে এক শিল্পবান্ধব পরিবেশ তৈরি করেছি। এখন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ। শীঘ্রই আমার দেশ তৃতীয় বৃহত্তম অর্থনীতির ঘরে ঢুকতে চলেছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.