সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ধারিত সময় অনুযায়ী বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন। রাজধানীর ক্ষমতার রাশ কার হাতে থাকবে আজ তা ঠিক করছেন দিল্লিবাসী। ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বুধ সকালে দিল্লিবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে সকলকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী জানালেন, ‘আগে ভোট দান, তারপর বিশ্রাম।’
সাত সকালে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘আজ দিল্লি বিধানসভা নির্বাচনের সব আসনে ভোটগ্রহণ হবে। আমি দিল্লির সমস্ত ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে সামিল হওয়ার জন্য। সকলে যেন বুথে গিয়ে নিজেদের মূল্যবান ভোট দেন। পাশাপাশি প্রথমবার ভোট দিতে যাওয়া যুবসমাজকে আমার অভিনন্দন। মনে রাখবেন, ‘প্রথমে ভোটদান, তারপর বিশ্রাম।’
दिल्ली विधानसभा चुनाव में आज सभी सीटों के लिए वोट डाले जाएंगे। यहां के मतदाताओं से मेरा आग्रह है कि वे लोकतंत्र के इस उत्सव में पूरे उत्साह के साथ हिस्सा लें और अपना कीमती वोट जरूर डालें। इस अवसर पर पहली बार वोट देने जा रहे सभी युवा साथियों को मेरी विशेष शुभकामनाएं। याद रखना है-…
— Narendra Modi (@narendramodi) February 5, 2025
উল্লেখ্য, ৭০ আসনের দিল্লি বিধানসভায় আজ ১৩ হাজার পোলিং বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। সন্ধ্যে ৬ টা পর্যন্ত দিল্লিতে ভোট দেবেন ১.৫৬ কোটি মানুষ। লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছিল এমন ৫টি দল এবার রাজধানীতে একে অপরের মুখোমুখি। ৬৮ আসনে লড়ছে বিজেপি। জোটসঙ্গী জেডিইউ ও এলজেপি লড়ছে ২টি করে আসনে মহারাষ্ট্রে বিজেপির জোটসঙ্গী অজিতের এনসিপি বিজেপির বিরুদ্ধে ৩০ আসনে প্রার্থী দিয়েছে।
অন্যদিকে, ৭০ আসনে লড়ছে আপ, সব আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। পুরোদমে লড়াইয়ে বিএসপি। ৭০ টি আসনেই প্রার্থী দিয়েছে তাঁরা। ১২ টি আসনে প্রার্থী দিয়েছে আল ইন্ডিয়া মিল্লি মুসলিম লিগ। বামেরা লড়ছে ১০টি আসনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.