Advertisement
Advertisement
PM Narendra Modi

খাদ্যরসিক নন, কে বেছে দিতেন মোদির খাবার? গোপন কথা প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রী

'পাতে যা দেওয়া হয়, তাই খুশিমনে খেয়ে নিই', পডকাস্টে সাক্ষাৎকারে বললেন মোদি।

PM Narendra Modi opens up of his food habits, describing himself as 'non foodie'
Published by: Sucheta Sengupta
  • Posted:January 11, 2025 3:19 pm
  • Updated:January 11, 2025 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের বেশিরভাগ সময় ডুবে থাকেন কাজে। বিমানে যাতায়াত করার সময়ও ফাইলপত্র সইয়ের মতো কাজগুলো সেরে নেন। বিশ্রাম বলতে রাতের ঘুমটুকু। সামান্য সময় ব্যয় করেন খাওয়াদাওয়ার জন্য। দেশের প্রধানমন্ত্রীর দৈনন্দিন জীবনযাপন নিয়ে জনতার আগ্রহ কম নয়। কীভাবে সারাদিন কাটান, অবসরেই বা কী করেন, কী খেতে পছন্দ করেন – এসব প্রশ্ন তো ওঠেই। সম্প্রতি নিখিল কামাতের পডকাস্টে সাক্ষাৎকারের সময় সেসব কথা প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খাবারের প্রসঙ্গে সাফ জানালেন, তিনি মোটেই খাদ্যরসিক নন। যা খেতে দেওয়া হয়, সেটাই খুশিমনে খেয়ে নেন। শুধু তা নিরামিষ পদ হতে হবে। আমিষ খান না একেবারেই।

ভারতীয় খাবার নাকি কন্টিনেন্টাল? কোন ধরনের খাবার খেতে বেশি পছন্দ করেন? সাক্ষাৎকারে মোদিকে এই প্রশ্ন করেছিলেন নিখিল কামাত। সঙ্গে জানিয়েছিলেন, তাঁর প্রিয় খাবার পিজ্জা, ইটালির পিজ্জা। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ”আমি খাওয়াদাওয়ার ব্যাপারে একেবারেই দুর্বল। খাদ্যরসিক নই। যে দেওয়া হয়, খেয়ে নিই। কিছু বাদ দিই না। তবে হ্যাঁ, সেটা নিরামিষ হতে হবে। আমাকে মেনুকার্ড ধরিয়ে দিলে মুশকিলে পড়ব। কোনটা বেছে নেব, বুঝতে পারি না।”

Advertisement

এ প্রসঙ্গে একটি গোপন কথা এই সাক্ষাৎকারে প্রকাশ্যে আনলেন মোদি। ফিরে গেলেন দীর্ঘদিন আগে আরএসএস শিবিরে থাকার সময়ে। জানালেন, সেসময় তিনি খাওয়াদাওয়া নিয়ে আরও কম বুঝতেন। তাই প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলিকে বলতেন, তাঁর খাবার বেছে দেওয়ার জন্য। মোদির কথায়, ”অরুণজিকে বলতাম, আমার জন্য খাবারটা বলে দিতে। শুধু একটাই শর্ত ছিল, তা নিরামিষ হতে হবে। অরুণজি বুঝে নিয়ে আমার খাবারের অর্ডার দিতেন।” এই সাক্ষাৎকার থেকে প্রধানমন্ত্রীর খাদ্যাভ্যাস সম্পর্কে জনতার একটা স্পষ্ট হল, তা বলাই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement