সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “আগামী ২০২২-র মধ্যে দ্বিগুণ হবে কৃষকদের আয়।” কৃষকদের উন্নয়নের লক্ষ্যে সরকারের তরফে বরাদ্দও বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
#WATCH: PM Modi’s interaction with farmers from across the country via video conferencing https://t.co/nl1nu0tfIH
— ANI (@ANI) June 20, 2018
কৃষির উন্নতিতে বদ্ধপরিকর তিনি। বারবার দেশের মানুষের কাছে সেকথা জানিয়েছেন নরেন্দ্র মোদি। কৃষকদের পাশে যে তিনি রয়েছে তা বোঝাতে মোদি অ্যাপের মাধ্যমে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আগামী ২০২২-র মধ্যে দ্বিগুণ হবে কৃষকদের আয়।” কর্ণাটক, উত্তরপ্রদেশ, সিকিম, ওড়িশা, মহারাষ্ট্র-সহ ৬০০ জেলার কৃষকরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। কৃষিজাত পণ্য নষ্ট রুখতে বিভিন্ন জায়গায় ফার্ম ও সুলভ মূল্যে বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানান মোদি। শস্যের পাশাপাশি ধীরে ধীরে দুধ, ফলের চাষের হার বাড়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হলেও, কৃষকদের চিন্তার দিন শেষ বলেও আলাপচারিতায় জানান মোদি। প্রধানমন্ত্রী ফসলবিমা যোজনায় দেশের কৃষকরা যে যথেষ্ট নিরাপদ, সেকথা স্পষ্টভাবে জানান তিনি। দেশের প্রত্যেক ক্ষেত্রে আধুনিকীকরণে নজর দিয়েছেন নমো। কৃষিতেও আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে খুশি দেশের প্রধানমন্ত্রী। ফোড়েদের দাপট রুখতেও ই-নাম প্ল্যাটফর্মের কথা কৃষকদের আরও একবার মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, “কৃষকরা যাতে ন্যায্যমূল্য পান তার জন্য এই উদ্যোগ সরকারের৷”
[উপত্যকায় রাজ্যপাল শাসনে সিলমোহর রাষ্ট্রপতির]
শুধু কৃষকরাই নয়, প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নমো অ্যাপকে কাজে লাগিয়েছেন মোদি৷ আগামী বুধবার আবারও কৃষকদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী৷