সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভিড়, একের পর এক দুর্ঘটনার জেরে এবার কড়া পদক্ষেপ ভারতীয় রেলের। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখা হচ্ছে। মহাকুম্ভ শেষ হওয়ার পর ২৭ ফেব্রুয়ারি থেকে ফের চালু করা হবে এই স্টেশন। শুধু তাই নয়, পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভিড় এড়াতে প্রয়াগরাজগামী ১৫টি ট্রেনের রুট বাতিল করা হয়েছে। এই গাড়িগুলি প্রয়াগরাজ জংশনে দাঁড়াবে না।
মহাকুম্ভ উপলক্ষে গোটা ভারত যেন হুমড়ি খেয়ে পড়েছে প্রয়াগরাজে। দেশের নানা প্রান্ত থেকে এখানে এসে হাজির হচ্ছেন কোটি কোটি মানুষ। এখনও পর্যন্ত ৫০ কোটির বেশি মানুষ ডুব দিয়েছেন ত্রিবেণী সঙ্গমে। কুম্ভগামী বিরাট জনস্রোতের জেরে দেশের নানা জায়গা থেকে দুর্ঘটনার খবর সামনে এসেছে। গত শনিবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। বিরাট আয়োজন সত্ত্বেও প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে পরিস্থিতি সামাল দিতে নাজেহাল দশা রেল কর্তৃপক্ষের। এই অবস্থায় গত ১৪ ও ১৬ ফেব্রুয়ারি এই স্টেশন বন্ধ রেখেছিল রেল। এবার মেলা চলাকালীন পুরোপুরি তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পাশাপাশি নয়াদিল্লি স্টেশনে দুর্ঘটনার কথা মাথায় রেখে যাত্রী সুরক্ষায় আরও একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। রেলের তরফে জানানো হয়েছে, প্রয়াগরাজ স্টেশন হয়ে যাওয়া ১৫টি দূরপাল্লার ট্রেনকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যাতে পুণ্যার্থীদের ভিড় আটকানো যায়। মহাকুম্ভ চলাকালীন এই ১৫টি ট্রেন প্রয়াগরাজ স্টেশনে আসবে না। অন্যদিকে, দুর্ঘটনার পর নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের ভিড় কমাতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিল্লির মতোই ভয়াবহ ছবি দেখা গিয়েছে, বাংলার আসানসোল স্টেশনে। এখানে কুম্ভগামী বিরাট ভিড়ের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, সুবেদারগঞ্জ, ফাফামৌ-সহ বহু স্টেশনে বিরাট সংখ্যায় পুণ্যার্থীদের ভিড় চোখে পড়েছে। নৈনি স্টেশনে পুণ্যার্থীদের ভিড়ের এক ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সপা সাংসদ অখিলেশ যাদব। যা ভয় ধরানোর মতো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.